- প্রশ্ন: প্রথম জিকা ভাইরাসের সন্ধান মেলে কবে?
উত্তর: ১৯৪৭ সালে
নিদের্শনা:
* পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার অতি পরিচিত জিকা (স্থানীয় ভাষায় ‘বাড়ন্ত’) বনাঞ্চলে ১৯৪৭ সালে প্রথম এ ভাইরাসের সন্ধান মেলে। এই কারণে এর নাম দেওয়া হয় ওই বনেরই নামে।
* সন্ধান পাওয়ার সাত বছর পর নাইজেরিয়ায় প্রথম মানবদেহে এ ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া যায়। এরপর তা ছড়িয়ে পড়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে।
* গতবছর ব্রাজিলে নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মেলার পর মাত্র চার মাসের মধ্যে বহু দেশে তা ছড়িয়ে পড়ে। এর বাহক এডিস এজিপ্টি মশা।
- প্রশ্ন: জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) কবে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে?
উত্তর: ১লা ফেব্রুয়ারি, ২০১৬
নিদের্শনা:
জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO)। স্বাস্থ্য বিষয়ক এই জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব সংস্থাটি বলেছে, মশাবাহিত এই ভাইরাসটি সংক্রামণ ঠেকাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।
আফ্রিকায় ইবোলো ভাইরাস সংক্রমণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণায় দেরি নিয়ে সমালোচনার মধ্যে থাকা বিশ্ব স্বাস্থ্য সংগঠন (১/০২/২০১৬ তারিখে) জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স ।
- প্রশ্ন: ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেটের রানার্স আপ হয়েছে কে?
উত্তর: বাংলাদেশনিদের্শনা: ২০১৬ সালে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।
- প্রশ্ন: বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেটে রানার্স আপ হয়েছে কতঁ বার?
উত্তর: ২ বারনিদের্শনা: ২০১৬ সালে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।
- প্রশ্ন: ২০২০ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: বেইজিং, চীননিদের্শনা: পরবর্তী শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে (২০১৮ সালে)-পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া, (২০২২ সালে)-বেজিং, চীনে।
- প্রশ্ন: ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়ানিদের্শনা: পরবর্তী শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে (২০১৮ সালে)-পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া, (২০২২ সালে)-বেজিং, চীনে।
- প্রশ্ন: অলিম্পিকের ৩২তম আয়োজন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২০নিদের্শনা: অলিম্পিকের ৩২তম আয়োজন অনুষ্ঠিত হবে- টোকিও, জাপান (২০২০)।
- প্রশ্ন: অলিম্পিকের ৩২তম আয়োজন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: জাপাননিদের্শনা: অলিম্পিকের ৩২তম আয়োজন অনুষ্ঠিত হবে- টোকিও, জাপান (২০২০)।
- প্রশ্ন: অলিম্পিকের ৩১তম আয়োজন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিলনিদের্শনা: অলিম্পিকের ৩১তম আয়োজন অনুষ্ঠিত হবে-রিও ডি জেনিরো, ব্রাজিল (২০১৬ সালে)।
- প্রশ্ন: সম্প্রতি কোন টেনিস তারকা ডোপ পরীক্ষায় ধরা পড়েন?
উত্তর: মারিয়া শারাপোভানিদের্শনা: অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছিলেন টেনিস তারকা মারিয়া শারাপোভা। ২০০৬ সাল থেকে স্বাস্থ্যগত কারণে যে মেলডোনিয়াম নিয়ে আসছেন, সেটির জন্যই ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়েছেন। শারাপোভার দাবি, এই ওষুধটি ১০ বছর ধরে নিয়ে আসছেন। কিন্তু ১ জানুয়ারি থেকে যে সেটি নিষিদ্ধ হয়েছে সেটা জানতেন না।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৬৮"