📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৬৫

  • প্রশ্ন:  বিশ্বের সবচেয়ে অসুখী দেশ-
    উত্তর:  বুরুন্ডি 
     

     

    নিদের্শনা: বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। ১৫৬ টি দেশের মধ্যে ১১০ নম্বরে রয়েছে বাংলাদেশ।

  • প্রশ্ন:  বিশ্বের সবচেয়ে সুখী দেশ-
    উত্তর:  ডেনমার্ক 
     

     

    নিদের্শনা: বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। ১৫৬ টি দেশের মধ্যে ১১০ নম্বরে রয়েছে বাংলাদেশ।

  • প্রশ্ন:  নবনিযুক্ত ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের কততম গভর্ণর?
    উত্তর:  ১১তম 
     

     

    নিদের্শনা: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণর সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর।

  • প্রশ্ন:  বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নাম কি?
    উত্তর:  ফজলে কবির 
     

     

    নিদের্শনা: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সাবেক অর্থসচিব ফজলে কবির। তিনি বাংলাদেশ ব্যাংকের ১১ তম গভর্নর।

  • প্রশ্ন:  সম্প্রতি কমনওয়েলথ যুব পুরস্কার পাচ্ছেন কোন বাংলাদেশী-
    উত্তর:  সওগাত নাজবিন খান 
     

     

    নিদের্শনা: সম্মানজনক ‘কমনওলেথ ইয়ুথ অ্যাওয়ার্ডস-২০১৬’-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সওগাত নাজবিন খান। ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬’ দেয়া হচ্ছে কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মাত্র চারজনকে। আর এ তালিকায় রয়েছেন ময়মনসিংহের মেয়ে নাজবিন খান।

  • প্রশ্ন:  প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন-
    উত্তর:  তামিম ইকবাল 
     

     

    নিদের্শনা: প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। মাত্র ৬০ বলে শতক পূর্ণ করেন তিনি। যাতে ছিল ১০টি চার ও ৫টি ছয়ের মার। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি।

  • প্রশ্ন:  কবি ‘রফিক আজাদ’ কবে মারা যান?
    উত্তর:  ১২ মার্চ, ২০১৬ 
     

     

    নিদের্শনা: কবি ‘রফিক আজাদ’ মারা যান-১২ মার্চ, ২০১৬ তারিখে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে- অসম্ভবের পায়ে (১৯৭৩); সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে (১৯৭৪); নির্বাচিত কবিতা (১৯৭৫); চুনিয়া আমার আর্কেডিয়া (১৯৭৭)। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। এছাড়াও তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। একাত্তরে টাঙ্গাইলে আবদুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

  • প্রশ্ন:  ক্যাসপারস্কি ল্যাবের ‘সাইবারথ্রেট রিয়েল টাইম ম্যাপে’-এর তথ্য অনুযায়ী, সাইবার হামলায় বিশ্বে বাংলাদেশ কততম?
    উত্তর:  ১৯তম 
     

     

    নিদের্শনা: বিশ্বে সাইবার হামলার শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৯তম। গত ১০ মার্চ, ২০১৬ তারিখে সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের ‘সাইবারথ্রেট রিয়েল টাইম ম্যাপে’ এ তথ্য জানানো হয়। রিয়েল টাইম ম্যাপে প্রতি সেকেন্ডে তথ্য হালনাগাদ হয়। অন্যদিকে, ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সাইবার হামলার শিকার হওয়া দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে।

  • প্রশ্ন:  ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর?
    উত্তর:  সিঙ্গাপুর 
     

     

    নিদের্শনা: বিশ্বের সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর হিসেবে বিবেচিত হয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সমীক্ষায় এ তথ্য জানা গেছে। ইআইইউ ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি গবেষণা ইউনিট।

  • প্রশ্ন:  বিশ্বসেরা সংগীত প্রযোজক ‘জর্জ মার্টিন’ কবে মারা যান?
    উত্তর:  ৮/০৩/২০১৬ 
     

     

    নিদের্শনা: বিশ্বজুড়ে ‘ফিফ্‌থ বিটলস’ নামে পরিচিত সংগীত প্রযোজক জর্জ মার্টিন (৯০) আর নেই। ৮ মার্চ, ২০১৬ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে  তাঁর পরিবার জর্জ মার্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৬৫"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved