সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৯
- প্রশ্ন: কাজী নজরুল ইসলামের “সঞ্চিতা” ইংরেজীতে অনুবাদ করেন-
উত্তর: অধ্যাপক মোস্তফা মুনির - প্রশ্ন: বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্পের সংকলন ‘জনকের মুখ’-এর সম্পাদক-
উত্তর: আখতার হুসেননিদের্শনা: বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্পের সংকলন ‘জনকের মুখ’ সম্পাদনা করেন -আখতার হুসেন। বইটি প্রকাশ করেছে -কথাপ্রকাশ।
- প্রশ্ন: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- জাপানি ভাষায় অনুবাদ করেন-
উত্তর: কাজুহিরো ওয়াতানাবেনিদের্শনা: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- জাপানি ভাষায় অনুবাদ করেন – ‘কাজুহিরো ওয়াতানাবে’ প্রকাশনা সংগঠন “আকাশি শোতেন”। প্রকাশিত হয়- ২ আগস্ট, ২০১৫ তারিখে।
- প্রশ্ন: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- ইংরেজী ভাষায় অনুবাদ করেন-
উত্তর: অধ্যাপক ফকরুল আলম - প্রশ্ন: কোন দেশের বিজ্ঞানী মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন?
উত্তর: যুক্তরাজ্যনিদের্শনা: যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন।
- প্রশ্ন: ২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর: নেপালনিদের্শনা: বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন নেপাল
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়ার কে?
উত্তর: সাকিব আল হাসাননিদের্শনা: টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরার আসনে রয়েছেন সাকিব আল হাসান
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়ার কে?
উত্তর: সাকিব আল হাসাননিদের্শনা: টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের সবার ওপরে আছেন সাকিব আল হাসান।
- প্রশ্ন: প্রথম বাংলাদেশী হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন কে?
উত্তর: সাকিব আল হাসাননিদের্শনা: প্রথম বাংলাদেশী হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
- প্রশ্ন: ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার কে?
উত্তর: আলিসন ব্লেকনিদের্শনা: ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার অ্যালিসন ব্লেইক
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৫৯"