🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৪২

  • প্রশ্ন:  BRICS জোটের ব্যাংক New Development Bank -এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কবে?
    উত্তর:  ২১ জুলাই, ২০১৫ 
     

     

    নিদের্শনা: BRICS জোট ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ৫ম শীর্ষ সম্মেলনে একটি আন্তর্জাতিক ব্যাংক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালে ব্রাজিলের ফোর্তালেজা শহরে জোটের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে প্রতিষ্ঠা করা হয় New Development Bank(NDB)। ২০১৫ সালের ৯ জুলাই রাশিয়ার উফা শহরে ৭ম শীর্ষ সম্মেলনে এ ব্যাংকের উদ্বোধন করা হয়। এরপর, ২১ জুলাই ২০১৫ চীনের রাজধানী সাংহাইতে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। New Development Bank এর সদর দপ্তরঃ সাংহাই, চীন। প্রথম ও বর্তমান প্রেসিডেন্টঃ কে ভি (কুন্ডাপুর ভামান) কামাথ।

  • প্রশ্ন:  BRICS জোটের সপ্তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর:  উফা, রাশিয়া 
     

     

    নিদের্শনা: ৮-৯ জুলাই, ২০১৫ রাশিয়ার উফা শহরে BRICS জোটের সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। “অষ্টম” শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০১৬ সালে ভারতের নয়াদিল্লী শহরে।

  • প্রশ্ন:  বর্তমানে দেশের স্থলবন্দর কয়টি?
    উত্তর:  ২১ টি 
     

     

    নিদের্শনা: সর্বশেষঃ শেওলা (বিয়ানীবাজার, সিলেট)। ৩০ জুন, ২০১৫ তে ঘোষণা করা হয়।

  • প্রশ্ন:  বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
    উত্তর:  ১ জুলাই, ২০১৫ 
     

     

    নিদের্শনা: ১ জুলাই, ২০১৫ থেকে বাংলাদেশ বিশ্বব্যাংকের নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

  • প্রশ্ন:  বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে?
    উত্তর:  ১ আগস্ট, ২০১৫ 
     

     

    নিদের্শনা: ১ আগস্ট, ২০১৫ থেকে ছিটমহল বিনিময় কার্যকর হওয়ায় ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ড এবং ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের ভূখণ্ড হয়। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর ১১১টি ছিটমহলের মধ্যে (তালিকায় নাম দেওয়া ৯৭৯ জন) ছাড়া বাকি সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। অন্যদিকে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর ৫১টি ছিটমহলের লোকজন পায় ভারতীয় নাগরিকত্ব।

  • প্রশ্ন:  সম্প্রতি ঘূর্ণিঝড় “কোমেন” কবে বাংলাদেশে আঘাত হানে?
    উত্তর:  ৩০ জুলাই, ২০১৫ 
     

     

    নিদের্শনা: “কোমেন” একটি থাই শব্দ। সম্প্রতি ঘূর্ণিঝড় “কোমেন” ৩০ জুলাই, ২০১৫ রাতে বাংলাদেশে আঘাত হানে।

  • প্রশ্ন:  ২০১৪-১৫ অর্থবছরে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আসে?
    উত্তর:  সৌদি আরব 
     

     

    নিদের্শনা: ২০১৪-১৫ অর্থবছরে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরাই সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।সৌদি আরব থেকে এসেছে ৩৩৪ কোটি ৫২ লাখ ডলার, যেটি গত অর্থবছরে আসা মোট রেমিটেন্সের ২২ শতাংশ।২০১৪-১৫ অর্থবছরেরেমিটেন্সের উৎস হিসেবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা  সংযুক্ত আরব আমিরাত থেকে ২৮২ কোটি ৩৮ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আর যুক্তরাষ্ট্র প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৮ কোটি ডলার।

  • প্রশ্ন:  ২০১৫ সালে মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এর অবস্থান কত?
    উত্তর:  ৪র্থ

    নিদের্শনা:
  • প্রশ্ন:  ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা জরিপ-২০১৫ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কত?
    উত্তর:  ১০৬ 
     

     

    নিদের্শনা: বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা এখন সর্বসাকল্যে ১০৬টি। আর বাংলাদেশ ও ভারত মিলিয়ে পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ১৭০টি। গত এক দশকে এই সংখ্যা অর্ধেকে নেমেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা জরিপ-২০১৫-এর ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।আগের জরিপে বাঘের সংখ্যা২০০৪ সালবন বিভাগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাঘের পায়ের ছাপ গুনে জরিপ করেছিল ৪৪০

    ২০০৬ সালক্যামেরা পদ্ধতিতে অধ্যাপক মনিরুল হাসান খান ব্রিটিশ জুয়োলজিক্যাল সোসাইটির সহায়তায় বাঘ গণনা করেন ২০০

    ২০১০ সালবন বিভাগ ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ যৌথভাবে বাঘের বিচরণ পর্যবেক্ষণের ভিত্তিতে একটি জরিপ করে ৪০০-৪৫০তথ্যসূত্র: বন বিভাগ

  • প্রশ্ন:  ২৯ মে ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে সন্ত্রাসী দেশের কালো তালিকা থেকে বাদ দেয়?
    উত্তর:  কিউবা 
     

     

    নিদের্শনা: মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে কিউবাকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া হয়েছে ২৯ মে ২০১৫ । কিউবার বিরুদ্ধে কয়েক দশক ধরে আমেরিকার অভিযোগ ছিল যে, হাভানা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। কিউবাকে সন্ত্রসবাদের তালিকা থেকে বাদ দেয়ার ঘটনাটি দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পথে বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে। কিউবার জনগণ মনে করছে, তাদের দেশকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দেয়ার কারণে আমেরিকার সঙ্গে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমের বাধা দূর হবে। ১৯৮২ সাল থেকে কিউবাকে মার্কিন সন্ত্রাসবাদের তালিকাভুক্ত ক

    আরো পড়ুনঃ

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৪২"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved