📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৪

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৪

  • প্রশ্ন:  বাংলাদেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
    উত্তর:  চুয়াডাঙ্গা 
     

    নিদের্শনা: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সাত কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র এ জৈব সার কারখানাটিতে ২০০৯ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হয়। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে কারখানাটি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল থেকে বাণিজ্যিক উৎপাদনে গেল কারখানাটি। এ কারখানা থেকে বার্ষিক ৯ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন হবে। যার প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। চিনিকলের প্রেসমাড ও স্পেন্ট ওয়াশ থেকে তৈরি হবে এ জৈব সার।সরকারি অর্থায়নে চুয়াডাঙ্গার দর্শনায় নির্মিত দেশের একমাত্র জৈব সার কারখানাটি ১৭ এপ্রিল,২০১৫সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

  • প্রশ্ন:  “বাল্টিমোর শহর” কোথায় অবস্থিত?
    উত্তর:  মেরিল্যান্ড অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রে 
     

     

    নিদের্শনা: সম্প্রতি পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোরে ব্যাপক সহিংসতা-বিক্ষোভের ঘটনা গঠে। ১২ এপ্রিল ২০১৫ তারিখে আফ্রিকান বংশোদ্ভূত ফ্রেডি গ্রেকে (২৫) গ্রেপ্তারের পর ভ্যানে টেনে তোলে পুলিশ। তখন ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অচেতন থাকার পর গত ১৯ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

  • প্রশ্ন:  সম্প্রতি নেপালে কবে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়?
    উত্তর:  ২৫ এপ্রিল,২০১৫ 
     

     

    নিদের্শনা: ২৫শে এপ্রিল, ২০১৫ সালে ১১:৫৭ এনএসটি (৬:১২:২৬ ইউটিসি) সময়ে নেপালের লামজংয়ের পূর্ব-দক্ষিণ-পূর্ব কেন্দ্রস্থল থেকে আনুমানিক ২৯ কিমি (১৮ মাইল) ব্যাপী এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিমি (৯.৩ মািল) গভীরে সংগঠিত হয় এবং প্রায় কুড়ি সেকেন্ড ধরে চলে।[১৩] ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে প্রথমে ভূমিকম্পের তীব্রতা ৭.৫ মাত্রার মাপলেও শীঘ্রই তা পরিবর্তন করে ৭.৯ মাত্রা ও পরে ৭.৮ মাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করে, যদিও চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারভূমিকম্পের তীব্রতা ৮.১ মাত্রা পরিমাপ করে

  • প্রশ্ন:  সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি কত ও কার-
    উত্তর:  ২০৬ রান, তামিম ইকবাল 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬ রান করেন। যেটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

  • প্রশ্ন:  আলোকচিত্রী রাহুল তালুকদারের রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে তোলা ছবির সিরিজ –
    উত্তর:  Faded History of the Lost 
     

     

    নিদের্শনা: আলোকচিত্রী রাহুল তালুকদারের রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে তোলা ছবির সিরিজ ‘ফেডেড হিস্ট্রি অফ দ্য লস্ট’ পুরস্কৃত হয়েছে সনির আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায়।

  • প্রশ্ন:  ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৫  অনুযায়ী বিশ্বের  সবচেয়ে সুখী দেশ কোনটি ?
    উত্তর:  সুইজারল্যান্ড  
     

     

    নিদের্শনা: টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের (এসডিএসএন) নতুন এক জরিপের ফল অনুযায়ী সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ।ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৫  অনুযায়ী বিশ্বের  সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড । ১৫৮টি দেশের ওই তালিকায় সুইজারল্যান্ডের পর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। জরিপ অনুযায়ী, সবচেয়ে কম সুখী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার টোগো। এরপর যথাক্রমে বুরুন্ডি, সিরিয়া, বেনিন এবং রুয়ান্ডার অবস্থান। সিরিয়া ছাড়া প্রথম পাঁচের এই দেশগুলোও আফ্রিকার। জাতিসংঘের উদ্যোগে এসডিএসএন গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘’ প্রকাশ করে।সুখী দেশের তালিকায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। ভারত ১১৭ এবং পাকিস্তান ৮১তম স্থানে রয়েছে।‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ জরিপের তথ্য-উপাত্ত এবং মাথাপিছু আয়, দীর্ঘায়ু, দুর্নীতির মাত্র

  • প্রশ্ন:  সম্প্রতি কোন দেশে রহস্যময় রোগে ১৮ জনের মৃত্যু হয়েছে?
    উত্তর:  নাইজেরিয়া 
     

     

    নিদের্শনা: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এক রহস্যময় রোগে গত কয়েক দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ওন্দো রাজ্যের একটি শহরে রোগটির প্রকোপ শুরু হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত ব্যক্তি ঝাপসা দেখা, মাথা ধরা ও জ্ঞান হারিয়ে ফেলার সমস্যায় ভোগে। আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য কর্মকর্তারা এটি খতিয়ে দেখতে ওন্দোর শহরটিতে গিয়েছেন। রাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, এ পর্যন্ত পরীক্ষা করে ইবোলা বা অন্য কোনো ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

  • প্রশ্ন:  সম্প্রতি কোন প্রাণীর উপর ইবোলার পরীক্ষামূলক প্রতিষেধক সফল হয়েছে?
    উত্তর:  বানর 
     

     

    নিদের্শনা: ইবোলা ভাইরাসে আক্রান্ত কয়েকটি বানরকে সারিয়ে তুলেছে পরীক্ষামূলক একটি প্রতিষেধক। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এই দাবি করেছেন।বানরকে সারিয়ে তোলা প্রতিষেধকটির নাম টিকেএম-ইবোলা-গিনি। ২৮ দিন ধরে এই প্রতিষেধক প্রয়োগের পর তিনটি বানরই সুস্থ আছে। একই সময় প্রতিষেধক প্রয়োগ করা হয়নি এমন তিনটি বানর নয় দিনের মধ্যেই মারা যায়।নতুন এই প্রতিষেধকের ওপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টমাস গাইসবার্ট নতুন প্রতিষেধক আবিষ্কারক বিজ্ঞানী দলের প্রধান। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো ইবোলা আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে সুরক্ষার প্রতিষেধক পাওয়া গেল।’

  • প্রশ্ন:  ২০১৫ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
    উত্তর:  লুইস নীরেনবার্গ ও জন ফোর্বস ন্যাশ 
     

     

    নিদের্শনা:  2015 Abel Prize, will sympathise with anyone trying to wrap them a celebratory gift. They have been recognised for their contributions to solving mathematical versions of this problem – fitting flat space onto mathematical surfaces.

  • প্রশ্ন:  ২০১৫ সালের ১১ তম ICC World Cup Final এ “ম্যান অব দ্য ম্যাচ” হয়েছেন কে?
    উত্তর:  জেমস ফকনার, অস্ট্রেলিয়া 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের ১১ তম ICC World Cup Final এ অস্ট্রেলিয়ার জেমস ফকনার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তিনি ৯ ওভার বল করে ৩৬ রানে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৩৪"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved