কারেন্ট আফেয়ার্স : চলামন ঘটনা : সাধারণ জ্ঞান
- প্রশ্ন: Global Terrorism Index ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র –
উত্তর: ইরাকনিদের্শনা: The Global Terrorism Index (GTI) is an attempt to systematically rank the nations of the world according to terrorist activity. The index combines a number of factors associated with terrorist attacks to build an explicit picture of the impact of terrorism over a 10-year period, illustrating trends, and providing a data series for analysis by researchers and policymakers. It is the product of Institute for Economics and Peace (IEP) and is based on data from the Global Terrorism Database (GTD) which is collected and collated by the National Consortium for the Study of Terrorism and Responses to Terrorism (START) at the University of Maryland. The GTD has codified over 125,000 cases of terrorism.
- প্রশ্ন: বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম সেঞ্চুরি কে করেন?
উত্তর: মাহমুদুল্লাহনিদের্শনা: ২০১৫ সালে ক্রিকেটে বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদুল্লাহ পেয়ে গেলেন তিন অঙ্কের স্বাদ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ১৩১ বলে ১০০ রানের ইনিংসটি খেলে তিনি নিজেকে বানালেন ইতিহাসের বরপুত্র। এই ইনিংস খেলতে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭টি চার ও দুটি ছয়ের মার।১১৪টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর এটি প্রথম সেঞ্চুরি। টেস্টে সেঞ্চুরি থাকলেও ৫০ ওভারের ফরম্যাটে তিন অঙ্ক ছুঁতে পারছিলেন না।আর করলেন কোথায়! বিশ্বকাপের মঞ্চে! প্রথম বাংলাদেশি হিসেবে।
- প্রশ্ন: বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার সেঞ্চুরি করেন কোন খেলোয়াড়?
উত্তর: কুমার সাঙ্গাকারা, শ্রীলংকানিদের্শনা: ২০১৫ এর বিশ্বকাপে ও ওয়ানডে ক্রিকেট ইতিহাসে টানা চার সেঞ্চুরি করেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয় ও স্কটল্যান্ডের সাথে ১১ তম বিশ্বকাপ ক্রিকেটে কুমার সাঙ্গাকারা টানা চার সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৈরি করেন।
- প্রশ্ন: ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কত জন?
উত্তর: ১৫ জননিদের্শনা: আবুল মাল আবদুল মুহিত – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ – মুক্তিযুদ্ধকালে বিদেশে জনমত তৈরির জন্য সংগঠক হিসেবেমুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ – মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবেআচমত আলী খান – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -মরণোত্তরবদরুল আলম – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -দেশের স্বাধীনতা লাভের পর বাংলাদেশ বিমান বাহিনী গঠন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালনকারী, বীরউত্তমশহীদ শাহ আবদুল মজিদ -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -মরণোত্তর; ১৯৭১ সালে রাজশাহী পুলিশ লাইনে পাকিস্তানি বাহিনীর হামলার প্রতিরোধে পুলিশ বাহিনী গঠনকারীএম আবদুল আলী -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -মরণোত্তর; মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দানকালে পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারীএ কে এম আবদুর রউফ -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ- মরণোত্তর; বাংলাদেশের সংবিধান লেখককে এম শিহাব উদ্দিন – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন প্রতিষ্ঠাকাসৈয়দ হাসান ইমাম -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ -মুক্তিযুদ্ধের সময় এর সপক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠনে বিশেষ ভূমিকা পালনকারীরফিকুল ইসলাম -মাতৃভাষা -মরণোত্তরআবদুস সালাম -মাতৃভাষা -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অমর একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি লাভের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনমাকসুদুল আলম -বিজ্ঞান ও প্রযুক্তি -মরণোত্তর; পাটের জেনোম সিকুয়েন্স আবিস্কারমোহাম্মদ রাফি খান -চিকিৎসাবিদ্যা রেজওয়ানা চৌধুরী বন্যা -সংস্কৃতি -সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবেনির্মলেন্দু গুণ -সাহিত্য -সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবেবাংলাদেশ নৌবাহিনী – মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের সমুদ্রসীমার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় নিরলস প্রয়াস চালানোর জন্য
- প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে?
উত্তর: ক্রিস গেইলনিদের্শনা: একাদশ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ডবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্টইন্ডিজের দানব ক্রিস গেইল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি ২য় সর্বোচ্চ রানের রেকর্ড তার। ২১৫ রান করে ম্যাচ খেলেছেন তিনি। যেটি গেইলের ক্যারিয়ার সেরা তো বটেই, বিশ্বকাপেরও ২য় ব্যক্তিগত ইনিংস।
বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, তিনি ২৩৭ রান করেন। [Last updated: March 23, 2015]
- প্রশ্ন: ঢাকা চিড়িয়াখানার বর্তমান নাম কি?
উত্তর: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানানিদের্শনা: ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী সরকারের মন্ত্রিসভার অনুমোদনক্রমে ‘ঢাকা চিড়িয়াখানা’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা’ করা হয়েছে।
১৯৪৭ সালে ঢাকা চিড়িয়াখানার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পঞ্চাশের দশকে বর্তমান হাইকোর্ট এলাকায় সীমিত আকারে চিত্রা হরিণ, বানর ও হাতিসহ বেশকিছু প্রাণীর সমন্বয়ে চালু করা হয় ঢাকা চিড়িয়াখানা। মিরপুর এলাকায় চিড়িয়াখানা প্রতিষ্ঠার মহাপরিকল্পনা করা হয় ১৯৬০ সালে। ১৯৬১ সালে এ চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠন করা হয় উপদেষ্টা বোর্ড। ১৯৭৪ সালের ২৩ জুন দর্শনার্থীদের জন্য মিরপুর চিড়িয়াখানা উন্মুক্ত করা হয়। এরইমধ্যে এটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন মহলে পরিপূর্ণ চিড়িয়াখানার মর্যাদা লাভ করেছে। ১৮০ একর জমির ওপর স্থাপিত ঢাকা চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির প্রাণী ও পশু রয়েছে। ঢাকা চিড়িয়াখানা বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। নতুন নামের বিষয়ে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি এবং সর্বশেষ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি সম্মতি দেয়।
- প্রশ্ন: বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কতৃপক্ষের কার্যালয় কোথায়?
উত্তর: ঢাকানিদের্শনা: বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কতৃপক্ষের কার্যালয় ঢাকা
- প্রশ্ন: ন্যাটো (NATO)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: জেনস স্টলটেনবার্গ, নরওয়েনিদের্শনা: নরওয়ের জেনস স্টলটেনবার্গ ন্যাটো (NATO)-এর ১৫ তম মহাসচিব।
- প্রশ্ন: ২০১৬ সালে G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তর: চীননিদের্শনা: ২০১৬ সালে G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-চীনে।
- প্রশ্ন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-21) অনুষ্ঠিত হবে-
উত্তর: লি বুরগেট, ফ্রান্সনিদের্শনা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-21) অনুষ্ঠিত হবে- (৩০ নভে.-১১ ডিসে. ২০১৫ তারিখে) লি বুরগেট, ফ্রান্স।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা কারেন্ট আফেয়ার্স - ৩১"