কারেন্ট আফেয়ার্স : সাধারণ জ্ঞান : চলামন ঘটনা
- প্রশ্ন: আন্তর্জাতিক অপরাদ আদালত (ICC) -এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১২৩নিদের্শনা: আন্তর্জাতিক অপরাদ আদালত (ICC) -এর বর্তমান সদস্য সংখ্যা: ১২৩
সর্বশেষ সদস্যঃ ফিলিস্তিন(১২৩ তম সদস্য দেশ)
- প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
উত্তর: সপ্তমনিদের্শনা: সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হবে ২০১৬-২০২০ সাল পর্যন্ত।
- প্রশ্ন: ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি কে করেন?
উত্তর: অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়ানিদের্শনা: ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ প্রথম সেঞ্চুরি করেন।
- প্রশ্ন: ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটট্রিককারী বোলার কে?
উত্তর: স্টিভেন ফিননিদের্শনা: ২০১৫ সালের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচে প্রথম ইংরেজী পেসার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন স্টিভেন ফিন।
- প্রশ্ন: সম্প্রতি ভারতে দিল্লির বিধানসভা নির্বাচনে কে জয় লাভ করেন?
উত্তর: অরবিন্দ কেজরিওয়ালনিদের্শনা: আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে জয় লাভ করেন।
- প্রশ্ন: আফ্রিকান নেশনস কাপ কোন দেশ জয় লাভ করে?
উত্তর: আইভরিকোস্টনিদের্শনা: আফ্রিকান নেশনস কাপে টাইব্রেকারে ৯-৮ গোলে ঘানাকে হারিয়ে শিরোপা জিতেছে আইভরিকোস্ট।
- প্রশ্ন: বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান-
উত্তর: ১৩৭ তমনিদের্শনা: ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন এবং ওয়ালস্ট্রিট জার্নাল বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচক প্রকাশ করে। সূচকে বাংলাদেশের অবস্থানঃ ১৭৮ দেশের মধ্যে ১৩৭তম অবস্থানে আছে বাংলাদেশ। সূচকে শীর্ষ দেশঃ হংকং। সূচকে সর্বনিম্ন দেশঃ উত্তর কোরিয়া।
- প্রশ্ন: দ্বিতীয় বারের মত অস্কার বিজয়ী বাংলাদেশী-
উত্তর: নাফিস বিন জাফরনিদের্শনা: নাফিস বিন জাফর দ্বিতীয় বারের মত অস্কার বিজয়ী বাংলাদেশী। ২০১৫ সালে “হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু”-ডিজিটাল বিধ্বংসী ইফেক্টস তৈরির স্বীকৃতি হিসেবে সে অস্কার লাভ করে। এর আগে ২০০৭ সালে “পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান” ছবিতে ইফেক্টস দেওয়ার জন্য অস্কার লাভ করেন।
- প্রশ্ন: NBR -এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: মোঃ নজিবুর রহমাননিদের্শনা: জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর বর্তমান চেয়ারম্যানঃ মোঃ নজিবুর রহমান।
- প্রশ্ন: ২০১৫ সালে কোন দম্পতি ভারতের পদ্মভূষণ পদক লাভ করেন?
উত্তর: বিল গেটস ও মেলিন্ডা গেটসনিদের্শনা: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ২০১৫ সালের ভারতের তৃতীয় বেসামরিক পুরস্কার “পদ্মভূষণ” পদক লাভ করেন।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ২৯"