🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ২৭

  • প্রশ্ন:  ইসলামি স্টেট (IS) প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করছে?
    উত্তর:  সৌদি আরব 
     

     

    নিদের্শনা: ইসলামি স্টেট (IS) প্রতিরোধে মহাপ্রাচীর তৈরি করছে সৌদি আরব

  • প্রশ্ন:  বাংলাদেশের ভাসমান এল.এন.জি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
    উত্তর:  মহেশখালী 
     

     

    নিদের্শনা: কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্মিত হচ্ছে দেশের সর্বপ্রথম এল.এন.জি আমদানী টার্মিনাল।প্রসঙ্গত প্রতি বছরে ৫০ লাখ টন ধারন ক্ষমতা সম্পন্ন এবং জাহাজ করে ডিস্ট্রিবিউশন র্টামিনালের মাধ্যমে পণ্য পরিবহনের পর তরল প্রাকৃতিক গ্যাস বাম্পীভবনের জন্য অন্তত পাঁচশ’ এমএমসিএফডি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ভাসামাল এলএনজি আমদানী টার্মিনাল মহেশখালীতে তৈরী করার পরিকল্পনা করছে পেট্রোবাংলা

  • প্রশ্ন:  বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কবে উদ্বোধন করা হয়?
    উত্তর:  ২৯ ডিসেম্বর ২০১৪ 
     

     

    নিদের্শনা: নদী ও পানি সম্পদ রক্ষায় একশনএইড নামে একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে দেশের স্থাপিত হচ্ছে প্রথম ‘পানি জাদুঘর’। পটুয়াখালী জেলার কলাপড়া উপজেলার পখিমারা বাজারের পাশে এ ‘পানি জাদুঘর’ স্থাপিত হচ্ছে।

  • প্রশ্ন:  ২০১৫ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার কয়জন পেয়েছেন?
    উত্তর:  ১১জন 
     

     

    নিদের্শনা: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা, ১০ ক্যাটাগরীতে ১১ জন পুরস্কার পান এ বছর; কবিতায়- আলতাফ হোসেন, প্রবন্ধে- আবুল মোমেন ও আতিউর রহমান, কথাসাহিত্যে- শাহীন আখতার, আত্মজীবনী/স্মৃতিকথায়- ফারুক চৌধুরী, গবেষণায়- মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে- তাজুল মোহাম্মদ, নাটকে- মাসুম রেজা, অনুবাদে- আব্দুস সেলিম, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে-শরীফ খান, শিশু সাহিত্যে সুজন বড়ুয়া।

  • প্রশ্ন:   ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে কতটি দেশ অংশগ্রহণ করছে-
    উত্তর:  ৬ টি 
     

     

    নিদের্শনা: বঙ্গবন্ধু গোল্ডকাপ এর উদ্বোধন হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে।

    বিকেল পাঁচটায় শুরু উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল।

    দলসংখ্যা ৬। স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল খেলছে। বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে।অন্তত দুটি জাতীয় দলের অংশগ্রহণের শর্ত পূরণ হওয়ায় এই টুর্নামেন্ট পেয়েছে ফিফার প্রথম শ্রেণির টুর্নামেন্টের মর্যাদা।

    বাজেট ১৫ কোটি টাকা। বাংলাদেশের ফুটবলে এটিই সবচেয়ে বড় বাজেটের টুর্নামেন্ট।

    বঙ্গবন্ধু কাপ সর্বশেষ হয়েছিল ১৯৯৯ সালে। সেটি ছিল দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ। এটির সূচনা ১৯৯৬ সালে।গ্রুপপর্বের ছয়টি ম্যাচের তিনটি হবে সিলেটে।১-৩ ফেব্রুয়ারি ঢাকায় তিনটি গ্রুপ ম্যাচ।৫ ফেব্রুয়ারি সিলেটেই প্রথম সেমিফাইনাল।

  • প্রশ্ন:  BRICS এর ৮ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর:  ভারত 
     

     

    নিদের্শনা: BRICS Stands: Brazil, Russia, India, Chine, South Africa.

    BRICS এর ৭ম শীর্ষ সম্মেলন ৮-৯ জুলাই, ২০১৫ সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়।

    The 2016 BRICS summit will be the eighth annual BRICS summit, an international relations conference attended by the heads of state or heads of government of the five member states Brazil, Russia, India, China and South Africa. The summit will be held in Panaji, Goa in India, from 15th to 16th October 2016

  • প্রশ্ন:  ২০১৪ সালের কান্ট্রি ব্র্যান্ড ইনডেক্স -এ বাংলাদেশের অবস্থান কততম?
    উত্তর:  ৭২ তম 
     

     

    নিদের্শনা: ২০১৪ সালের কান্ট্রি ব্র্যান্ড ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থানঃ ৭২ তম। ইনডেক্স -এ শীর্ষ দেশ: জাপান

  • প্রশ্ন:  ২০১৪ সালের কান্ট্রি ব্র্যান্ড ইনডেক্স -এ শীর্ষ দেশ কোনটি?
    উত্তর:  Japan 
     

     

    নিদের্শনা: ২০১৪ সালের কান্ট্রি ব্র্যান্ড ইনডেক্স -এ শীর্ষ দেশ: জাপান। বাংলাদেশের অবস্থানঃ ৭২ তম।

  • প্রশ্ন:  ২০১৬  বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
    উত্তর:  ৬ষ্ঠ 
     

     

    নিদের্শনা:  বিপন্ন কয়েকটি দেশের মধ্যে একটি এবং ‘জার্মান ওয়াচ’ কর্তৃক প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন  সূচক ২০১৬’ অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুঁকির সূচকে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে।

  • প্রশ্ন:  ২০১৪ বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
    উত্তর:  হন্ডুরাস 
     

     

    নিদের্শনা: ২০১৪ বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্তঃ হন্ডুরাস। বাংলাদেশের অবস্থানঃ ৬ষ্ঠ

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ২৭"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved