- প্রশ্ন: সম্প্রতি ২০১৪ সালে মহিলা বিশপ নিয়োগ অনুমোদন আইন কোথায় করা হয়েছে?
উত্তর: UKনিদের্শনা: The Church of England broke with a centuries-old tradition by paving the way for the appointment of female bishops on November 17, 2014
- প্রশ্ন: Global Slavery Index রিপোর্ট কোন সংগঠন প্রকাশ করে
উত্তর: Walk Free Foundationনিদের্শনা: The Global Slavery Index is an annual ranking of slavery conditions in 167 countries world wide published by the Walk Free Foundation.
- প্রশ্ন: আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার শেষ হয় কবে?
উত্তর: ২০১৪নিদের্শনা: ২০১৪ সালের এর নভেম্বর মাসে দীর্ঘ এক যুগ পরে আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হয়। ২০০১ সালে তালেবান রোধে এ সেনা মনোনয়ন করা হয়েছিল।
- প্রশ্ন: ২০১৪ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান-
উত্তর: ১৪ তমনিদের্শনা: ২০১৪ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪ তম।
সূচকে শীর্ষে যুগ্মভাবেঃ সোমালিয়া ও উত্তর কোরিয়া।সবচেয়ে কম দুর্নীতি হয়ঃ ডেনমার্কে
- প্রশ্ন: সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক কোন দেশ?
উত্তর: ভারতনিদের্শনা: সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক ভারত
- প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১০ নভেম্বর ২০১৪নিদের্শনা: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন মৃত্যুবরণ করেন ১০ নভেম্বর, ২০১৪.
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের ওষুধ কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১০৭ টিনিদের্শনা: বর্তমানে বাংলাদেশের ওষুধ ১০৭ টি দেশে রপ্তানি হয়
- প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুতকেন্দ্র কোনটি?
উত্তর: কুতুবদিয়া বায়ু বিদ্যুতকেন্দ্রনিদের্শনা: বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুতকেন্দ্র কুতুবদিয়া বায়ু বিদ্যুতকেন্দ্র
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের ওষুধ কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১০৭ টিনিদের্শনা: বর্তমানে বাংলাদেশের ওষুধ ১০৭ টি দেশে রপ্তানি হয়
- প্রশ্ন: প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্রে কাউন্সিলর নির্বাচিত হন?
উত্তর: তাহসিনা আহমেদনিদের্শনা: প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে তাহসিনা আহমেদ যুক্তরাষ্ট্রে কাউন্সিলর নির্বাচিত হন.
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১৯"