সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১৫
- প্রশ্ন: Asia-Pacific Economic Cooperation (APEC) এর ২৬তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: Beijingনিদের্শনা: ২১ সদস্যের অ্যাপেক সম্মেলন ১০-১১ নভেম্বর চীনের বেইজিং এ অনুষ্ঠিত হয়েছে।
- প্রশ্ন: বুর্কিনা ফাসো এর রাজধানী কি?
উত্তর: উয়াগাদুগুনিদের্শনা: বুর্কিনা ফাসো (ফরাসি, মোরে, ও দিউলা ভাষায়: Burkina Faso) আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে আপার ভোল্টা (ইংরেজী: Upper Volta) নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। ১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ “নৈতিক জাতির দেশ”। উয়াগাদুগু দেশের বৃহত্তম শহর ও রাজধানী। এর রাষ্ট্রীয় ভাষা ফরাসি
- প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন মৃত্যুবরণ করেন?
উত্তর: ১০ নভেম্বর, ২০১৪নিদের্শনা: ১০ নভেম্বর, ২০১৪ তারিখে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ইন্তেকাল করেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
- প্রশ্ন: সম্প্রতি কাকে জাতিসংঘ কন্যা হিসেবে ঘোষনা করা হয়েছে?
উত্তর: মালালা ইউসুফজাইনিদের্শনা: সম্প্রতি মালালা ইউসুফজাইকে জাতিসংঘ কন্যা হিসেবে ঘোষনা করা হয়েছে
- প্রশ্ন: Asian Infrastructure Investment Bank(AIIB) এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ?
উত্তর: ২১ টিনিদের্শনা: (AIIB)গঠনের উদ্দেশ্যঃThe Asian Infrastructure Investment Bank (AIIB) is an international financial institution proposed by China. The purpose of the multilateral development bank is to provide finance to infrastructure projects in the Asia Pacific region. AIIB is regarded by some as a rival for the IMF, the World Bank and the Asian Development Bank (ADB), which the AIIB says are dominated by developed countries like the United States and Japan.Asian Infrastructure Investment Bank(AIIB) এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ২১ টি
- প্রশ্ন: সম্প্রতি কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন?
উত্তর: সাকিব আল হাসান, বাংলাদেশনিদের্শনা: টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন সাকিব আল হাসান (বাংলাদেশ)। ১৩৭ রান, ১০ উইকেট,
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ, খুলনা, ২০১৪ সাল।
- প্রশ্ন: টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কতজন ক্রিকেটারের?
উত্তর: ৩ জননিদের্শনা: টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ৩ জন
১। ইয়ান বোথাম১১৪ রান,১৩ উইকেট,ইংল্যান্ড-ভারত ম্যাচ, মুম্বাই, ১৯৮০ সালে।২। ইমরান খান১১৭ রান,১১ উইকেট, পাকিস্তান-ভারত ম্যাচ, ফয়সালাবাদ, ১৯৮৩ সালে।৩। সাকিব আল হাসান১৩৭ রান,১০ উইকেট,বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ, খুলনা, ২০১৪ সালে।
- প্রশ্ন: শচীন টেন্ডুলকারের আত্মজীবনী মূলক বইয়ের নাম কি?
উত্তর: Playing It My Wayনিদের্শনা: শচীন টেন্ডুলকারের আত্মজীবনী মূলক বইয়ের নাম Playing It My Way.
- প্রশ্ন: ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি-
উত্তর: ভ্লাদিমির পুতিননিদের্শনা: ২০১৫ সালে প্রকাশিত ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বারাক ওবামা রয়েছেন তৃতীয় স্থানে। ২০১৪ সালে তাঁর অবস্থান ছিল দ্বিতীয় স্থানে।
- প্রশ্ন: ‘নজরুল পুরস্কার ২০১৩’ পেয়েছেন-
উত্তর: খিলখিল কাজী এবং ড. নাশিদ কামালনিদের্শনা: ‘নজরুল পুরস্কার ২০১৩’ পেয়েছেন খিলখিল কাজী এবং ড. নাশিদ কামাল
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১৫"