- বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান -০.০১৮ হেক্টর।
- বাংলাদেশের বন এলাকা ৪টি অঞ্চলে বিভক্ত-
- ৪টি। যথা- ১। পাহাড়ী বনাঞ্চল ২।ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।
- পাহাড়ী বনাঞ্চলের আয়তন -১৫,৬৬,৯৩৫ একর।
- ম্যানগ্রোভ বনের আয়তন -১৪,০৫,০০০ একর।
- শাল বনাঞ্চলের আয়তন -২,৮১,৯৫৩ একর।
- বাংলাদেশের মোট আয়তনের অংশ বনাঞ্চল-প্রায় ১৭ শতাংশ।
- বাংলাদেশের বৃহত্তম বনভূম -পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি -সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
- বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল – মধুপুর জঙ্গল।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ -সুন্দরী।
- কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়-গেওয়া।
- ধুন্দল গাছের কাঠ থেকে প্রস্তুত করা হয়-পেন্সিল।
- রং প্রস্তুত করা হয় –গরান গাছের ছাল থেকে
- সবচেয়ে বেশী বৃদ্ধি পায়-বাঁশ জাতীয় গাছ।
- ভাওয়াল বনাঞ্চল অবস্থিত-গাজীপুর জেলায়।
- মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ -শাল বা গজারী।
- সুর্যের কন্যা বলা হয়-তুলা গাছকে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
0 responses on "সরকারি চাকরি নিয়োগ - সাধারণ জ্ঞান - (বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ)"