
দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে সরকারি কলেজে কর্মরত ১৪ জনকে।
সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অধ্যাপকসহ ১৪ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত দুই দিনে (২১-২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।
নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের উপাধ্যক্ষ নূর কুতুব উল আলমকে একই জেলার আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ , দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক মোঃ ওয়ালিউর রহমানকে নবাবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল খালেক সরকারকে রাজশাহী শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হককে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ,ফরিদপুরের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে বদলির আদেশাধীন অধ্যক্ষ মোহাম্মাদ শাহ আলমকে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে।
ঝিনাইদহের সরকারি কে. সি. কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক অশোক কুমার মৌলিককে একই কলেজের উপাধ্যক্ষ, সিলেট সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফু্দ্দীন আহম্মদকে মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: ওবায়েদুল কাদের মিয়াজীকে নায়ায়নগঞ্জের সরকারি সফর আলী কলেজে একই পদে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক মোঃ নাজমুল হুদাকে একই পদে নারায়নগঞ্জের সরকারি তোলারাম কলেজে, সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মঞ্জুর এ এলাহী খানকে একই পদে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে, সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামকে একই কলেজের উপাধ্যক্ষ পদে, পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞানের অধ্যাপক মোঃ হুমায়ুন কবিরকে রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজে, নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ড. আবেদা সুলতানাকে একই পদে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিষয়ের অধ্যাপক শিবানী সাহাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।
আরো পড়ুন: