সবাই-কাছাকাছি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1869
18681. কম্পিউটার ব্যবহৃত হয়-
- চিকিৎসাক্ষেত্রে
- শিক্ষাক্ষেত্রে
- ব্যবসা-বাণিজ্যে
A,B,C
18682. কোনো সমস্যা সমাধান বা সম্পর্কের উন্নতি নির্ভর করে কোনটির ওপর?
- ব্যর্থ যোগাযোগের ওপর
- সার্থক ও কার্যকর যোগাযোগের ওপর
- সার্থক ও নিষ্ক্রিয় যোগাযোগের ওপর
- উপরের সবকটি
18683. কোনটির ভাষা সহজ, সরল, সুস্পষ্ট ও সম্পূর্ণ হতে হবে?
- যোগাযোগের
- গ্রাহকের
- প্রেরকের
- ফিডব্যাকের
18684. উচ্চ শব্দে টেলিভিশন চালানো কাদের জন্য ক্ষতিকর?
- উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিস রোগীদের
- উচ্চরক্তচাপ ও হৃদরোগীদের
- অ্যাঁজমা ও যক্ষ্মা রোগীদের
- ক্যান্সার ও আর্থ্রাইটিস রোগীদের
18685. মার্কনি কোন দেশের বিজ্ঞানী?
- ইরান
- ইতালি
- ফ্রান্স
- আমেরিকা
18686. নিচের কোনটি টেলিফোন?
- কডলেস
- সেলুলার
- মোবাইল
- সবগুলো
18687. প্রেরক কী দিয়ে বার্তা প্রেরণ করে?
- মাধ্যম
- মানুষ
- যন্ত্র
- যানবাহন
18688. কীসের সাহায্যে তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করা হয়?
- ফ্যাক্স
- মডেম
- মাইক্রোফোন
- স্পিকার
18689. কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য-
- কম্পিউটার ভুল করে না ভুল শনাক্ত করতে পারে
- কম্পিউটার নিজে ভুল সংশোধন করতে পারে
- কম্পিউটার অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে
A,C
18690. মাইক্রোফোন কোন কাজে ব্যবহার করা হয়?
- শব্দশক্তি থেকে অডিও সংকেত পেতে
- তড়িৎশক্তিকে শব্দে রূপান্তর করতে
- আলোকশক্তি থেকে ভিডিও সংকেত পেতে
- ভিডিও সংকেতকে দৃশ্যে পরিণত করতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সবাই-কাছাকাছি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1869"