সবাই-কাছাকাছি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1866
18651. আলম সাহেবের ব্যবহার করা পদার্থ দুটির ক্ষেত্রে কোনটি সঠিক?
- প্রথমে তামা পরে গ্রাফাইট
- প্রথমে গ্লুকোজ পরে লোহা
- প্রথমে দস্তা পরে বিশুদ্ধ পানি
- প্রথমে তামা পরে এসিডীয় পানি
18652. যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি কোনটি?
- টেলিগ্রাফ
- টেলিফোন
- ডাক
- ইন্টারনেট
18653. মুদ্রন শিল্পে কম্পিউটার ব্যবহৃত হয়-
- ডিজাইন তৈরিতে
- কম্পোজ করতে
- স্বশিখনে
A,B
18654. টিভি সম্প্রচার সাধারণত কোনটি প্রেরণ করে থাকে?
- এনালগ ডেটা
- ডিজিটাল ডেটা
- প্রথমে ডিজিটাল পরে এনালগ ডেটা
- কোনটিই নয়
18655. শব্দের কম্পন বিভিন্নভাবে কোনটিকে কম্পিত করে?
- মাইক্রোফোন
- ডায়াফ্রাম
- স্পিকার
- ট্রানজিস্টার
18656. ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়-
- স্ক্যানার
- লাইট পেন
- মাইক্রোফোন
A,C
18657. কোনটি কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যেটি নির্দিষ্ট বার্তা বহন করে?
- মাত্রা সমীকরণ
- সংকেত
- একক
- সবকটি
18658. বার্তা প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোকে কী বলে?
- সৌজন্যবোধ
- ফিডব্যাক
- সংকেত
- চ্যানেল
18659. ডিজিটাল ঘড়িতে কতক্ষণ পরপর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়?
- ১ সেকেন্ড
- ৬০ সেকেন্ড
- ১২০ সেকেন্ড
- ৩৬০০০ সেকেন্ড
18660. কোনটির মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় বইপুস্তক পেতে পার?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সবাই-কাছাকাছি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1866"