সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1277
12766. জনহিতকর কাজের মধ্যে পড়ে-
- হাসপাতাল স্থাপন করা
- স্কুল স্থাপন করা
- দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
A,B,C
12767. স্যামসন এইচ চৌধুরী কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন?
- বেক্সিমকো
- বসুন্ধরা
- স্কয়ার
- নাসির গ্রুপ
12768. পোস্ট অফিস নির্মাণের কাজ দিয়ে ব্যবসায় উদ্যোগ শুরু করেন কে?
- জহুরুল ইসলাম
- স্যামসন এইচ চৌধুরী
- একে আজাদ
- জুবের আলী
12769. স্কয়ার ফার্মাসিটিউক্যালসে প্রতিষ্ঠাকালীন কতজন শ্রমিক ছিল?
- ১১ জন
- ১২ জন
- ১৩ জন
- ১৪ জন
12770. বরিশালের আগৈলঝাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এলাকায় কোনো মোটর সাইকেল মেরামত কারখানা নেই। হাবিবুর এখানে একটি মোটর সাইকেল মেরামত কারখানা গড়ে তোলে। এক্ষেত্রে হাবিবুরের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে?
- সৃজনশীলতা
- দূরদর্শিতা
- কঠোর পরিশ্রমী
- সাহসিকতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1277"