সন্ত্রসী হামলায় পন্ড হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সন্ত্রসী হামলায় পন্ড হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পন্ড হয়েছে সন্ত্রসী হামলায় পটুয়াখালীর বাউফলের নওমালা আ. العاب الربح من الانترنت রশিদ খান ডিগ্রি কলেজের। 

সন্ত্রসী হামলায় পন্ড হয়েছে পটুয়াখালীর বাউফলের নওমালা আ. রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এ সময় আহত হয়েছেন আ. بيت واي রাজ্জাক নামে অফিস সহকারীসহ অন্তত পাঁচ শিক্ষার্থী। একাদশ (বিজ্ঞান) শ্রেণির ছার্ত্রী মুন্নী আক্তার নামে আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষক জানান, রোবার (২৫ মার্চ) সকালে কলেজ মিলনায়নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিদায় সংবর্ধরা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রায় ৭শ’ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মাইকে সভাপতি ও প্রধান অতিথির নাম ঘোষণার মাধ্যমে অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসন গ্রহণ করছিলেন ঠিক সেই মুহুর্তে (সকাল ১১টার দিকে) ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আতঙ্কিত হয়ে সাধারণ ছাত্রছাত্রীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকলে পদদলিত হয়ে জ্ঞান হারায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছার্ত্রী  মুন্নী আক্তার। আহত হন কলেজের অফিস সহকারী আব্দুর রাজ্জাকসহ অন্তত পাঁচজন।

পন্ড হয়ে যায় অনুষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী  জানান, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবু তাহের খান এবং ওই ইউপির বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের উপস্থিতিতে অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল বিশ্বাসকে প্রধান অতিথি করার কারণে তাদের উপস্থিতিতে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ বিষয়ে কোন প্রকার আইনি পদক্ষেপ নেওয়ার হবে না জানিয়ে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. অব্দুল মালেক বলেন, ‘আমি ভেতরে স্টেজের কাছাকাছি ছিলাম। চেয়ার ছোড়াছুড়িসহ হট্রগোল শুরু হলে ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ তা নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে নওমালা ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বলেন, ‘কলেজের প্রতিষ্ঠাতা আবু তাহের খানকে প্রধান অতিথি না করায় কলেজ ছাত্রলীগের ছেলেরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে নওমালা কলেজের গভর্নিংবডির সভাপতি কামাল বিশ্বাস বলেন, পুলিশের সামনে কোনো ধরনের উস্কানি ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতা মশিউরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। পুলিশের সামনে দা-ছোড়া প্রদর্শন করে হামলা ভাংচুর চালিয়ে একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। ৃ এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসী হামলার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি অর্থনীতি ২য় পত্র সাজেশন্স

 

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline