ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান৷ ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) পরিচালনা ও উন্নত চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তোলে৷ সামরিক অফিসারের তত্ত্বাবধানে ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership Training) প্রদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে৷ বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে৷ সব ক্যাডেট কলেজে ২০১৮ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত বিস্তারিত সব তথ্যঃ
আবেদনের সময়সীমাঃ ১১ নভেম্বর ২০১৭ তারিখ সকাল ০৮ টা থেকে ১০ ডিসেম্বর ২০১৭ তারিখ দুপুর ২ টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে৷
লিখিত পরীক্ষার তারিখঃ ০৫ জানুয়ারি ২০১৭ তারিখ, সকাল ৯:৩০ – ১২:০০ পর্যন্ত৷
লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখঃ ০২-০৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে।
গুরুত্বপূর্ণ ডাউনলোড লিঙ্কসমূহঃ
- ভর্তির বিজ্ঞপ্তি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে কর।
- সিলেবাস ডাউনলোড করতে এখানে কর।
- স্যুইটাবিলিটি টেস্ট ফরম ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক কর।
আবেদনের যোগ্যতাঃ
ক৷ জাতীয়তাঃ প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে৷
খ৷ শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷
গ৷ বয়সঃ ০১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৩ বছর ০৬ দিন৷
ঘ৷ শারীরিক যোগ্যতাঃ
(১) উচ্চতাঃ ন্যুন্যতম সর্বোচ্চ ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)৷
(২) সুস্থতাঃ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে৷
(৩) দৃষ্টি শক্তিঃ
আবেদনের অযোগ্যতাঃ
নিম্নলিখিত কারণসমূহের জন্য প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবেঃ
ক৷ পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়া৷
খ৷ লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
গ৷ গ্রস নক নী , ফ্লাট ফুট, কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন।
ঘ৷ এ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাত , বাতজ্বর, যক্ষ্মা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা , যেকোন প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত৷
ঙ৷ স্বাস্থ্যগত পরীক্ষা গ্রহণের নিমিত্তে গঠিত পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ৷
২০১৮ সালে বাংলাদেশের সকল ক্যাডেট কলেজসমূহে ৭ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি
ক্যাডেট কলেজে অনলাইনে আবেদন কর এখান থেকেঃ cadetcollege.army.mil.bd
আরো পড়ুন:
0 responses on "সকল ক্যাডেট কলেজসমূহে ৭ম শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য"