এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০৫ – শৈবাল ও ছত্রাক Part 2
শৈবাল ও ছত্রাক |শৈবালের বৈশিষ্ট্যঃ
1. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ ।
2. এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী । শৈবালে কখনও সত্যিকার মূল, কান্ড
ও পাতা সৃষ্টি হয়না , এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড ।
3. এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই । এদের জননাঙ্গ এককোষী, বহুকোষী হলে তা
কোনো বন্ধ্যা কোষাবরণ দিয়ে বেষ্টিত নয় ।
4. এদের স্পোরান্জিয়া (রেণুথলি) সর্বদাই এককোষী ।
5. এদের জাইগোট স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় কখনও বহুকোষী ভ্রূণে পরিণত হয়
না ।
6. শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত ।
ছত্রাকের বৈশিষ্ট্যঃ
1. এরা এককোষী বা বহুকোষী ।
2. এদের কোশপ্রাচীর গ্লুকাগন, কাইটিন বা সেলুলোজ দ্বারা গঠিত ।
3. ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই।
4. এদের জননাঙ্গ এককোষী।
5. এরা মৃতজীবী,পরজীবী বা মিথোজীবী হিসাবে বাস করে।ক্লোরোফিলবিহীন
6. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার করে।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/
লাইভ কোর্স অফারঃ https://eshikhon.com/pro-offer/
0 responses on "এইচএসসি জীব বিজ্ঞান ১ম পত্র - শৈবাল ও ছত্রাক"