শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1782
17811. যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের নিকট থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে কী বলে?
- সাধারণ শেয়ার
- বন্ড
- অগ্রাধিকার শেয়ার
- ডিবেঞ্চার
17812. শেয়ারহোল্ডারদের সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
- ফেরতযোগ্য
- রূপান্তরযোগ্য
- অরূপান্তরযোগ্য
- অফেরতযোগ্য
17813. কোন নীতি অনুসারে কোম্পানিসমূহ আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে?
- নগদ লভ্যাংশ নীতি
- স্টক লভ্যাংশ নীতি
- লভ্যাংশ প্রধান অনুপাত নীতি
- স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
17814. কোম্পানির জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা-
- বাধ্যতামূলক
- বাধ্যতামূলক নয়
- নির্ধারিত
- স্থির
17815. কোম্পানির ভোটাধিকার পায় কে?
- বন্ডের মালিক
- অগ্রাধিকার শেয়ারের মালিক
- সাধারণ শেয়ারের মালিক
- ডিবেঞ্চারের মালিক
17816. ডিবেঞ্চারের সুবিধা কোনটি?
- জামানতহীনতা
- নিয়ন্ত্রণ
- নির্দিষ্ট সময়
- অধিক লাভ
17817. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে?
- সাধারণ শেয়ারে
- বোনাস শেয়ার
- বিলম্বিত শেয়ার
- অগ্রাধিকার শেয়ারে
17818. বন্ডের সাথে ডিবেঞ্চারের পার্থক্য কী?
- ডিবেঞ্চারে পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে
- ডিবেঞ্চারের বিপরীতে জামানত দিতে হয়
- ডিবেঞ্চারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়
- ডিবেঞ্চারে ঝুঁকি তুলনামূলক বেশি হয়
17819. কোম্পানি কর্তৃক অর্জিত আর্ন থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়?
- বন্ড মালিকদের
- ডিবেঞ্চার মালিকদের
- সাধারণ শেয়ারহোল্ডারদের
- অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের
17820. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পরিপক্বতার তারিখ থাকে কীসে?
- বন্ড
- সাধারণ শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- বোনাস শেয়ার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1782"