শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1777
17761. বিনিয়োগকারীদের হাতিয়ার হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত-
- শেয়ার
- বন্ড
- ডিবেঞ্চার
A,B,C
17762. বন্ডের সুদের হার কীরূপ?
- অপরিবর্তনশীল
- ঝুঁকিপূর্ণ
- পরিবর্তমানশীল
- নিশ্চিত
17763. প্রতি বছর আয়ের কম অংশ লভ্যাংশ দেওয়া হয় কোন নীতিতে?
- স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
- অনুপাত লভ্যাংশ নীতিতে
- স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
- স্টক লভ্যাংশ নীতিতে
17764. কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত?
- সাধারণ শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- বন্ড
- ডিবেঞ্চার
17765. শেয়ার ক্রয় করা কী ধরণের বিনিয়োগ?
- অধিক লাভজনক
- সাধারণ বিনিয়োগ
- পরোক্ষ বিনিয়োগ
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
17766. কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণা করলে কী হয়?
- শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়
- শেয়ারের সংখ্যা হ্রাস পায়
- শেয়ারের সংখ্যা স্থির থাকে
- শেয়ারের মূল্য বৃদ্ধি পায়
17767. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে কাদের লাভ হয়?
- শেয়ারহোল্ডাদের
- সাধারণ মানুষের
- স্টক এক্সচেঞ্জের
- সবার
17768. যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থাপন করে তাকে কী বলে?
- সাধারণ শেয়ার
- বোনাস শেয়ার
- ডিবেঞ্চার
- বন্ড
17769. লাভের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সেই অংশকে বলে?
- সুদ
- লভ্যাংশ
- মুনাফা
- জামানত
17770. কোম্পানি বিলুপ্তির পর সর্বপ্রথম কাদের পাওনা পরিশোধ করা হয়?
- সাধারণ শেয়ার মালিকদের
- বন্ড মালিকদের
- অগ্রাধিকার শেয়ার মালিকদের
- ডিবেঞ্চার মালিকদের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1777"