শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1776
এসএসসি-finance-banking | 17751. নাটাই লি. তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৩ সালের ৩০শে জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে?
- সাধারণ শেয়অর
- ডিবেঞ্চার
- অগ্রাধিকার শেয়ার
- বন্ড
17752. শেয়ারের দাম কমলে সূচক কী হয়?
- বাড়ে
- কমে
- স্থির থাকে
- শূন্য হয়
17753. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে?
- নির্দিষ্ট হারে
- অনির্দিষ্ট হারে
- অধিক হারে
- সমানুপাতিক হারে
17754. শেয়ার মালিকদের প্রাপ্য আর্ন কোম্পানির কী হিসেবে গণ্য হয়?
- মুনাফা
- লোকসান
- সম্পত্তি
- দলিলপত্র
17755. কোম্পানিসহ কোন স্তরের শেয়ারের ওপর স্টক লভ্যাংশ ঘোষণা করে?
- স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
- অনুপাত লভ্যাংশ নীতিতে
- স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
- স্টক লভ্যাংশ নীতিতে
17756. নির্দিষ্ট আর্ন প্রত্যাশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম?
- অনাঙ্কিক শেয়ার
- বোনাস শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- সাধারণ শেয়ার
17757. সাধারণ শেয়ারহোল্ডারদের ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের-
- বেশি
- কম
- সমান
- শূণ্য অংশ
17758. অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি?
- মুনাফার ওপর অগ্রাধিকার
- সীমাবদ্ধ দায়
- সীমিত আয়
- নির্দিষ্ট হারে আয়
17759. দেশের অধিকাংশ কোম্পানি মূলধনের সংস্থান করে কোথা থেকে?
- ব্যাংক থেকে
- নিজস্ব তহবিল থেকে
- আত্মীয়স্বজন থেকে
- অলাভজনক প্রতিষ্ঠান থেকে
17760. বিনিয়োগকারীর প্রাপ্ত আর্ন নির্দিষ্ট থাকে-
- সাধারণ শেয়ারের ক্ষেত্রে
- বন্ড ও ডিবেঞ্চার ক্ষেত্রে
- অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-finance-banking মডেল টেস্ট- 1776"