শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1790
17891. শেয়ারের দাম বাড়লে কী ঘটে?
- সূচক বাড়ে
- সূচক কমে
- সূচক স্থির থাকে
- সূচক শূণ্য হয়
17892. যেকোনো দেশের অর্থনীতিতে মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
- বন্ড
- ডিবেঞ্চার
- স্টক এক্সচেঞ্চ
- শেয়ার
17893. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
- সাধারণ শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- বন্ড
- ডিবেঞ্চার
17894. সিয়াম সাহেব তার জমানো ১০ লাখ টাকা যমুনা গ্রুপে বিনিয়োগ করলেন। তিনি যমুনা গ্রুপের ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার ক্রয় করেন। যমুনা গ্রুপ সিয়াম সাহেবকে কোম্পানির আংশিক মালিকানা প্রদান করে। সিয়াম সাহেব কোম্পানির যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশ গ্রহণ করতে পারেন।সিয়াম সাহেব কী ধরনের শেয়ার ক্রয় করেছেন?
- সাধারণ শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- বন্ড
- ডিবেঞ্চার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1790"