শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1788
17871. নিচের কোনটি লভ্যাংশ নীতি নয়?
- স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
- মুনাফার হার লভ্যাংশ নীতি
- লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
- স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
17872. মাহবুব সাহেব ‘সানি লি’ -এর নির্দিষ্ট সংখ্যা ডিবেঞ্চারের মালিক। কোম্পানিটি অবসায়নের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ‘সানি লি.’ মাহবুব সাহেবের পাওনা পরিশোধ করবে কখন?
- অগ্রাধিকার শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
- বন্ড মালিকদের পাওনা পরিশোধের পর
- সাধারণ শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
- কোম্পানির পরিচালকদের পাওনা পরিশোধের পর
17873. কোম্পানি কতভাবে লভ্যাংশ দিতে পারে?
- 2
- 3
- 4
- 5
17874. কোম্পানির ঋণদাতা হিসেবে কারা গণ্য হয়?
- সাধারণ শেয়ার মালিকরা
- অগ্রাধিকার শেয়ার মালিকরা
- বন্ড মালিকরা
- ডিবেঞ্চার মালিকরা
17875. বন্ডের বিনিয়োগকারীরা লিখিত মূল্য ফেরত পায় কখন?
- পরিপক্বতার তারিখে
- যেকোনো তারিখে
- বছরের প্রথম দিনে
- বছরের মাঝামাঝি
17876. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্য হলো-
- এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
- এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা-নামা করে
- এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানিরশেয়ার ক্রয়-বিক্রয় হয়
A,B
17877. কখন সম্পত্তি বিক্রি করে শেয়ার মালিকদের দাবি মেটানো হয়?
- কোম্পানি লভ্যাংশ অর্জন করলে
- কোম্পানি অবসায়নকালে
- কোম্পানির আয়-ব্যয় সমান হলে
- কাঙ্ক্ষিত মুনাফার পরিমাণ কম হলে
17878. নিয়ন্ত্রণকে বন্ডের কী হিসেবে আখ্যায়িত করা হয়?
- সুবিধা
- অসুবিধা
- বৈশিষ্ট্য
- স্বকীয়তা
17879. ইপিএস বলতে কী বোঝায়?
- শেয়ার বিনিয়োগের পরিমাণ
- শেয়ারপ্রতি আয়
- শেয়ারের নিট মূল্য
- ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ
17880. সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানি দেয়-
- নির্দিষ্ট হারে সুদ
- নির্দিষ্ট হারে লভ্যাংশ
- নির্দিষ্ট হারে মুনাফা
- মালিকানা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1788"