শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1787
17861. বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত হয় কোনটি?
- জমি
- ইজারা
- হুন্ডি
- শেয়ার
17862. শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত-
- বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে
- আর্থিক তথ্যাদি বিশ্লেষণ করে
- গুজবের মাধ্যমে তথ্য পেয়ে
A,B
17863. সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে?
- বিনিয়োগকৃত অর্থের
- মোট শেয়ারের
- মোট সম্পত্তির
- মোট দায়ের
17864. পারিজাত লি. ২০১২ সালে ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শান্তার ঐ কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০ শেয়ার রয়েছে। সে কত টাকা লভ্যাংশ পাবে?
- ১০০০ টাকা
- ১৫০০ টাকা
- ১৫০০০ টাকা
- ১৫০ টাকা
17865. বাংলাদেশের স্টক এক্সচেঞ্চের বৈশিষ্ট্য হলো-
- এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
- এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা- নামা করে
- এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয়
A,B
17866. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
- 2
- 3
- 4
- 5
17867. কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে?
- ২ টি
- ৩ টি
- ৪ টি
- ৫ টি
17868. প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেয়া হয় কোন নীতিতে?
- স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
- অনুপাত লভ্যাংশ নীতিতে
- স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
- স্টক লভ্যাংশ নীতিতে
17869. ডিবেঞার হতে প্রাপ্ত আর্ন কীরূপ?
- নিয়মিত
- অনিয়মিত
- মাঝে মাঝে আর্ন হয় না
- মাঝে মাঝে আর্ন হয়
17870. মেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে?
- ১ টি
- ৩ টি
- ২ টি
- ৪ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1787"