শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2264
22631. যেসব প্রাণী সাধারণত নাপাক ও মরা জীবজন্তু খেয়ে বাঁচে, তার গোশত খাওয়ার ইসলামি বিধান কী?
- হালাল
- হারাম
- মুবাহ
- কল্যাণকর
22632. তুর পাহাড়ে কোন নবিকে নবুয়ত দেওয়া হয়েছে?
- ঈসা (আ)
- মুসা (আ)
- ইবরাহিম (আ)
- মুহাম্মদ (স)
22633. মহানবি (স) -এর নিকট কুরআন মজিদের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়?
- সূরা আলে-ইমরান
- সূরা ইয়াসিন
- সূরা আলাক
- সূরা ফালাক
22634. হজ কীরূপ ইবাদত?
- শারীরিক
- মানসিক
- শারীরিক ও আর্থিক
- আর্থিক
22635. ফরজে আইন সম্পাদন করার ব্যাপারে মুসলমানগণ কীভাবে দায়ী?
- সমষ্টিগতভাবে
- পারিবারিকভাবে
- ব্যক্তিগত ভাবে
- সামাজিকভাবে
22636. কুরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে হলে কোনটি শিখতে হবে?
- তাজবিদ
- তাহরিক
- তামজিদ
- তাশদিদ
22637. হাদিস শব্দের অর্থ কী?
- বাণী
- হিসাব
- নীতি
- পন্থা
22638. হাদিসের বর্ণনা পরম্পরাকে কী বলা হয়?
- মাতন
- সনদ
- রাবি
- মারফু
22639. “কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা”-এ মন্তব্য কার?
- একজন ইংরেজ পন্ডিতের
- একজন ফরাসি পন্ডিতের
- একজন ভারতীয় পন্ডিতের
- একজন বাঙালি পন্ডিতের
22640. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে?
- যখন আমরা মুখস্থ করব
- যখন আমরা প্রচার করব
- যখন আমরা অন্যকে বুঝাব
- যখন আমরা বুঝে তিলাওয়াত করব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2264"