শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2255
22541. উৎপাদিত ফল ও ফসল থেকে প্রাণী কিছু ভক্ষণ করলে তা কী হিসেবে বিবেচিত হয়?
- সদকা
- রিযক
- খাবার
- অনুগ্রহ
22542. কীসের দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত ?
- কুরআন ও হাদিসের
- কুরআন ও কিয়াসের
- কুরআন ও ইসতিহসানের
- হাদিস ও কিয়াসের
22543. সকল কাজের ফলাফল কীসের ওপর নির্ভরশীল?
- ইবাদতের
- নিয়তের
- ভবিষ্যৎ পরিকল্পনার
- চিন্তাভাবনার
22544. আল্লাহ মহানবি (স)-এর উপর কুরআন নাযিল করেছেন কেন?
- উপদেশ গ্রহণের জন্য
- সালাতে পাঠের জন্য
- নিয়মিত তিলাওয়াতের জন্য
- নিয়মিত অধ্যয়নের জন্য
22545. কুরআন-হাদিসে শরিয়তের মূল বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে ভবিষ্যৎ সমস্যার সামধান করা সম্ভব । আর এটাই-
- ফিকহ
- ইজমা
- কিয়াস
- শরিয়ত
22546. কোন সুরায় শরিয়তের বিধিবিধানের বর্ণনা রযেছে?
- মাক্কি
- মাদানি
- হিজাজি
- ইরাকি
22547. “আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, যেটি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।”-এটি কোন সূরার অন্তর্গত?
- সূরা আন-নাহল
- সূরা আল-বাকারা
- সূরা আল -ইমরান
- সুরা আল -মায়িদা
22548. নিয়তের হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট কী?
- নবুয়ত
- রিসালাত
- আখিরাত
- হিজরত
22549. কোনো ফরয কাজ অস্বীকার করা কী?
- গুনাহে কবীর
- হারাম
- কুফর
- শিরক
22550. সূরা আত তীন কুরআনের কততম সূরা?
- 93
- 94
- 95
- 96
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2255"