এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 65
641. ক্রেডিট ভাউচার-এর সাথে কী কী যুক্ত করে ক্যাশবুক লেখা হয়?
- চালানের কপি ও ক্যাশমেমো
- ডেবিট নোট
- ক্রেডিট নোট
- ক্যাশমেমো ও বেতন শিট
642. কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়?
- আয় বা লাভ
- ব্যয়
- ক্ষতি
- ব্যয় বা ক্ষতি
643. লেনদেন হতে হলে-
- আর্থিক অবস্থার পরিবর্তন হবে
- অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে
- দৃশ্যমান বা অদৃশ্যমান হবে
- কোনটিই নয়
A,B,C
644. ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বিক্রয়কৃত পণ্যের মূল্যের জন্য চালানসহ বিল কার নিকট দাখিল করে?
- বিক্রেতার নিকট
- ব্যবস্থাপকের নিকট
- ক্রেতার নিকট
- হিসাবরক্ষকের নিকট
645. A = L+E সমীকরণটির E উপাদানটি কি নির্দেশ করে?
- সম্পদ
- মালিকানা স্বত্ব
- দায়
- মুনাফা
646. অবচয় একটি কারবারি লেনদেন, কেননা-
- এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে
- এটি অর্থের অংকে পরিমাপযোগ্য
- এতে দুটি পক্ষ জড়িত রয়েছে
- কোনটিই নয়
A,B,C
647. ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত দৈনন্দিন ঘটনা ঘটে সেগুলোকে লেনদেনের কী বলে?
- দলিল
- ভিত্তি
- উৎস
- বৈশিষ্ট্য
648. মি. করিম থেকে ১,০০০ টাকার মাল ক্রয়|মি. রহিমের নিকট বিক্রয় ২,০০০ টাকা এ জাতীয় লেনদেনে উৎস দলিল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- ভাউচার
- চালান
- ক্যাশমেমো
- ডেবিট নোট ও ক্রেডিট নোট
649. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না-
- আয় হিসাবগুলো
- ব্যয় হিসাবগুলো
- সম্পদবাচক হিসাবগুলো
- ক ও গ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 65"