
গত ৬ তারিখ থেকে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন ফি প্রদান শুরু হয়েছে। প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসছে তারা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর কিভাবে সেটা নিশ্চয়ন বা ভ্যারিফাই করবেন, তা নিচে দেওয়া হল:
এরপর নিচের চিত্রের মত রোল, বোর্ড, পাশের সন ও রেজিস্ট্রেশন নং দাও এরপর চিত্রের মত সিকুরিটি কোডটি দাও। এরপর View Payment Information এ ক্লিক করো
ক্লিক করার পর যাদের নিশ্চয়ন সম্পন্ন হয়েছে তারা নিচের চিত্রের মত তোমার নিশ্চয়ন দেখতে পাবে।
যাদের নিশ্চয়ন সম্পন্ন হবে, তারা নিচের চিত্রের মত লাল হয়ে থাকবে এবং বলা হবে নিশ্চয়ন সম্পন্ন হয় নি।