রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে রুয়েটে শিক্ষক রাজনীতি বেশ জমে উঠেছে।

মঙ্গলবার রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মতুর্জা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আগামী বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যার মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১১টি পদের জন্য মোট ১৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও তিনি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের শিক্ষক সমিতির নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহণ করছে। একটি প্যানেল হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল।

এ পদে সভাপতি প্রার্থী হলেন পুরকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক প্রার্থী হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল।

অপর প্যানেলের হলো গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল। এ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হলেন যথাক্রমে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে যন্ত্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. শামীমুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

আরো পড়ুন:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু আজ

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline