রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন দেখে নিন এখান থেকে সকল ইউনিট
আবেদনের জন্য যোগ্যতাঃ
☞ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
☞ আবেদনকারীকে ২০১৬ সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাস করতে হবে।
☞ আবেদনকারীকে বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক / সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ / তার সমমানের ফলাফল করতে হবে।
☞ আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক/ আলীম/ সমমানের পরীক্ষায় বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবশ্যই মোট জিপি ১৭.৫ (উনিশ) পেতে হবে । প্রত্যেকটিতে আলাদাভাবে ৩.৫ পেতে হবে।
☞ আবেদনকারী যদি GCE ‘O’ Level /’A’ Level এর পরীক্ষার্থী হয়, তবে তাকে GCE ‘O’ Level পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যুনতম “B” গ্রেড পেয়ে পাশ করতে হবে। GCE ‘A’ Level পরীক্ষাতে পদার্থবিজ্ঞান,রসায়ন এবং গণিত এই তিন বিষয়ের প্রত্যেকটিতে অবশ্যই B grade পেয়ে পাশ হতে হবে।
আসন সংখ্যাঃ
পুরকৌশল অনুষদ
☞ সিভিল ইঞ্জিনিয়ারিং – CE – ১২০
☞ আরবান এন্ড রেজিওনাল প্লানিং – URP – ৩০
☞ আর্কিচেকচার- ARCH -৩০
তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদ
☞ ইলেক্ট্রীকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং – EEE- ১২০
☞ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – CSE- ১২০
☞ ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – GCE – ৩০
☞ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – MSE/MTE – ৩০
যন্ত্রকৌশল অনুষদ
☞ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ME -১২০
☞ ইন্ড্রাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং – IPE – ৬০
☞ইনভার্নমেন্ট টেকনোলোজি ইঞ্জিনিয়ারিং – ETE-৬০
☞ সংরক্ষিত আসন সংখ্যা – ০৫
☞ সর্বমোট আসন সংখ্যা = 725 টি।
পরীক্ষা পদ্ধতি- লিখিত
সময়- ২:৩০ ঘণ্টা
পরীক্ষা নম্বর -৫০০
প্রশ্ন সংখ্যা- ১০০
পরিক্ষার বিষয়-
গনিত-৩০x5
পদার্থ-৩০x5
রসায়ন-৩০x5
ইংরেজী-১০x5
0 responses on "রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন দেখে নিন এখান থেকে সকল ইউনিট"