সুপ্রিয় শিক্ষাথীবৃন্দ,
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রতি ১১ মাস পর পর ১টি মাস আসে সিয়াম সাধনার জন্য। এই সিয়াম সাধনার মাসে আমাদের কিছু কোর্স শুরু হওয়ার কথা ছিলো কিন্তু বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষার্থীরা আমাদের কাছে অনুরোধ করেন। কোর্সটি যেন ঈদের পরবর্তিতে শুরু করা হয়। তাই আমরা অনেক ভেবে দেখলাম আমাদের কোর্সগুলোর প্রায় প্রত্যেকটি ছাত্র-ছাত্রীরা রোজা রাখেন, নামাজ পড়েন। আর রোজা নামাজ করার পর ক্লাসে মনোযোগী হতে সমস্যা হয়। তাই কোর্সের শুরুর তারিখ পরিবর্তন করে ঈদের পর শুরু করা হবে। কত তারিখ এবং কি বার হবে তা সবাইকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে।
ধন্যবাদ,
ইশিখন
1 responses on "রমজানের কারনে কোর্স শুরুর তারিখ পরিবর্তন।"
Leave a Message
You must be logged in to post a comment.
Class start hobe na?