রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৬শে নভেম্বর শুরু হবে।
আর শেষ হবে ৩০শে নভেম্বর। আগ্রহী প্রার্থীরা ২০১৭ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
রোববার ( ২৭শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ২৬ থেকে ৩০শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতায় ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগামে শিক্ষার্থী ভর্তির জন্য ইউনিটভিত্তিক এই পরীক্ষা নেওয়া হবে।
এ জন্য ২০ সেপ্টেম্বর প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এ সংক্রান্ত সকল তথ্য আগামী ১৩ সেপ্টেম্বর হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
আরো পড়ুন:
0 responses on "রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর"