যারা ইতোমধ্যে বিকাশ করে পেমেন্ট কমপ্লিট করেছেন। তাদের ইশিখন.কম সাইটের একাউন্ট এর মধ্যে কোর্স, ব্যাচ, কবে ক্লাস, কি কি বারসহ বিস্তারিত দেখাবে।
কিভাবে ক্লাস টাইম, তারিখ ও শিডিউল দেখবেন:
ধাপ-১: লগিন
প্রথমে ../ সাইটে যান। এরপর নিচের চিত্রের মত ডানপাশে উপরে “Login” লিখা দেখবেন।
আপনার ইশিখন.কম একাউন্ট এ নিচের চিত্রের মত করে username বা email এবং Password দিয়ে লগিন কর (পাসওয়ার্ড মেইল পান নি?)
লগিন করার পর ডানপাশে উপরে আপনার নামের ্উপর ক্লিক করলে DASHBOARD, Courses, BATCHES ইত্যাদি মেনু দেখতে পাবেন।
যেভাবে আপনার ভর্তি হওয়া কোর্স দেখবেন:
মেনু থেকে কোর্স এ ক্লিক করলে আপনার এনরোল হওয়া/ভর্তি হওয়া কোর্স দেখতে পাবেন। আপনি কোর্সে ভর্তি হওয়ার পরেও যদি সেখানে 0 দেখায়, তবে নিচের চিত্রের মত ঘর থেকে Start Date সিলেক্ট করলে আপনার ভর্তি হওয়া কোর্স নিচের চিত্রের মত দেখা যাবে।
যেভাবে আপনার ক্লাসের সময়/তারিখ/বার ইত্যাদি দেখবেন:
মেনু থেকে ব্যাচ এ ক্লিক করলে আপনার এনরোল হওয়া/ভর্তি হওয়া কোর্স দেখতে পাবেন। সেখানে আপনার ক্লাসের শিডিউল, টাইম, কি কি বারে ক্লাস, কয়টা থেকে ক্লাস সবকিছু দেখতে পাবেন।
ড্যাশবোর্ডে কেন কোর্স (0) শূন্য দেখাচ্ছে:
মেনু থেকে ড্যাশবোর্ডে গেলে শেষ করা / কমপ্লিট করা কোর্স/ইউনিট/এসাইনমেন্ট/কুইজসমুহ দেখতে পাবেন। এখানে কোর্স (0) শূন্য দেখাবে, কারণ এটি সম্পন্ন করা কোর্স দেখাবে, আপনি পুরো কোর্স শেষ করার পরে এখানে ১ দেখাবে।
কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা আগামী ১৬ জুলাই জানানো হবে।
সকল শিক্ষার্থীকে ইশিখনে স্বাগতম।
0 responses on "যেভাবে আপনার কোর্সের সময়, ব্যাচ, টাইম দেখবেন"