যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি’ বাংলাদেশী ছাত্র ছাত্রীদের জন্য

যুক্তরাষ্ট্রের ‘ফুলব্রাইট বৃত্তি’ বাংলাদেশী ছাত্র ছাত্রীদের জন্য

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অন্যতম সম্মানজনক বৃত্তির নাম যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। বিশ্বের অন্যতম নামকরা এই বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন জয় করেছেন নোবেল পুরস্কার আর ৮২ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ফুলব্রাইট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে কৃষি, শিক্ষা, অর্থনীতি, সাংবাদিকতা, পরিবেশ, নগর উন্নয়ন, পাবলিক পলিসিসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যাচেলরোত্তর করার সুযোগ দেওয়া হয়ে থাকে। বৃত্তির আওতায় অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করা হয়।

সম্প্রতি শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারী ও কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা আছে, এমন মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ’ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’এ আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে। টোয়েফলের পয়েন্ট ৮০ অথবা আইইএলটিএস পয়েন্ট ৭ থাকতে হবে।

অনলাইনে বৃত্তির প্রাথমিক আবেদন করতে হবে ৩১ মের মধ্যে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে জানা যাবে ’ফুলব্রাইট’ বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য: https: //goo.gl/LjjDxv

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline