যশোর বোর্ড এর ২০১৭ সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত বছর যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ। তার আগের বছর এ হার ছিল ৪৬ দশমিক ৪৫ শতাংশ। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সহজে মার্কশীট সহ ফলাফল পাবেনঃ
অনলাইনে সহজে যশোর বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ
অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন হয়ে পড়ে। কিন্তু যশোর বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো যশোর বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় মার্কশীট সহ ফলাফল প্রকাশ করবে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই যশোর বোর্ড এর ফলাফল জানা যাবে। আপনাদের সুবিধার্থে এই পোস্টে যশোর বোর্ড এর ফলাফল জানা যাবে
মার্কশীটসহ যশোর বোর্ড এর এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০১৭
ফলাফল দেখতে নিচের বক্সে আপনার রোল নম্বর লিখুন…
মোবাইল থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক কর
অন্যান্য বোর্ড এর ফলাফল সহজে দেখার টিপস পাবেন এই লিঙ্কে।
যশোর বোর্ড এর ফলাফল জানার আরো কিছু পদ্ধতিঃ
- এসএমএস(SMS) এর মাধ্যমে যশোর বোর্ড এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলঃ যে কোন মোবাইল থেকে লিখুনঃ
jb hsc 2017 Roll
পাঠিয়ে দিন 3690 নম্বরে।
অথবা, যে কোনো মোবাইল থেকে এসএমএস(SMS)ের মাধ্যমে যশোর বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে যশোর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (JES) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC JES 123456 2017
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
২০১৭ সালের যশোর বোর্ডের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ফলাফলের পরিসংখ্যান
পরীক্ষার্থীর সংখ্যা: গত বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী ৬৯ হাজার ৩৩৩ জন ও ছাত্রী ৬১ হাজার ২৩৯ জন। বিজ্ঞান শাখায় শিক্ষার্থী ১০ হাজার ৬৭৬ জন ও ছাত্রী ৬ হাজার ৬১৫ জন। মানবিক শাখায় ৪০ হাজার ৪৮৪ জন ও ছাত্রী ৪২ হাজার ৫৭৫ জন ও বাণিজ্য শাখায় শিক্ষার্থী ১৮ হাজার ১৭৩ জন ও ছাত্রী ১২ হাজার ৪৯ জন।
পাশের হারঃ গত বছর যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৯২৯ জন পাশ করে। পাশের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ।
জিপিএ ৫ঃ গত বছর যশোর বোর্ডে ৪ হাজার ৫৮৬ জন জিপিএ-৫ পেয়েছিলো।
0 responses on "যশোর বোর্ড এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ফলাফল ২০১৭"