“মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন” এসএসসি হিসাববিজ্ঞান কুইজ মডেল টেস্ট – 92
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 92
911. মূলধন জাতীয় ব্যয় থেকে কতদিন সুবিধা পাওয়া যায়?
- অল্পদিন
- অনেকদিন
- দু’এক মাস
- সারাজীবন
912. মূলধনায়িত ব্যয় সম্পদের কী সৃষ্টি করে?
- উপযোগীতা
- অবচয়
- ছাড়
- সচলতা
913. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হওয়ার কারণ কি?
- অনিয়মিত হওয়ার কারণে
- দীর্ঘকাল সুবিধা ভোগ করা যাবে বলে
- জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত বলে
- জমির আয়ুস্কাল বাড়াবে বলে
914. ‘ব্যাংক থেকে গৃহীত ঋণ’ -কোন জাতীয় লেনদেন?
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় আয়
915. মি. আলম ২০১২ সালের ১লা জানুয়ারিতে ৪০,০০০ টাকার আসবাবপত্র, ১৬০,০০০ টাকার দালানকোঠা, ৩,০০,০০০ টাকার যন্ত্রাপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। বছর শেষে স্থায় সম্পত্তি ১০% অবচয় ধার্য করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ীর জন্য মুনাফা জাতীয় ব্যয় কোনটি?
- যন্ত্রপাতি
- আসবাবপত্র
- দালানকোঠা
- স্থায়ী সম্পত্তির অবচয়
916. মি. আলমের চলতি বছর শেষে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে?
- ৩০০০০ টাকা
- ৫০০০০ টাকা
- ৪০০০০ টাকা
- ৪৫০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান কুইজ মডেল টেস্ট - 92"