জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1894
18931. বিশুদ্ধ পানির-
- স্ফুটনাঙ্ক ৯৯.৯৮০ সেলসিয়াস
- হিমাঙ্ক ০০ সেলিসিয়াস
- pH এর মান ৭
A,B,C
18932. কোনটি পানি ও মাটি দুই জায়গাতেই জন্মে থাকে?
- টোপাপানা
- সিংগারা
- হাইড্রিলা
- কেশরদাম
18933. ক্ষতিকর ধাতব পদার্থ হচ্ছে-
- পারদ
- সিসা
- আর্সেনিক
A,B,C
18934. একটি পাত্রে পানি দিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কী বলা হবে?
- স্ফুটন
- পরিস্রাবণ
- পাতন
- ক্লোরিনেশন
18935. আমেরিকার এরি হ্রদে কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ার সেটি মৃত হ্রদে পরিণত হয়েছিল?
- ফসফেট
- অক্সিজেন
- সালফেট
- ক্লোরিন
18936. ঢাকা শহরে দৈনিক কী পরিমাণ বর্জ্য পদার্থ উৎপন্ন হয়?
- প্রায় ১০০০ মেট্রিক টন
- প্রায় ৫০০ মেট্রিক টন
- প্রায় ১০০ মেট্রেক টন
- প্রায় ৫০০০ মেট্রিক টন
18937. কততম সম্মেলন হেলসিংকিতে আন্তজার্তিক আইন সমিতি আন্তজার্তিক নদীগুলোর পানির ব্যবহার নিয়ে রিপোর্ট গ্রহণ করেন?
- ৫৫তম
- ৫২তম
- ৫১তম
- ৫০তম
18938. নিচের কোনটি জলজ উদ্ভিদের উদাহরণ?
- ওড়িপানা
- শাপলা
- হেলেঞ্চা
- সবগুলো
18939. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১লিটার পানিতে নূন্যতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
- ৭ মিলিগ্রাম
- ৬ মিলিগ্রাম
- ৫ মিলিগ্রাম
- ৪ মিলিগ্রাম
18940. ভারত কীভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করতে পারে?
- গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে
- বোমা নিক্ষেপ করে
- টিপাইমুখে বাঁধ দিয়ে
- মিজোরামের বন ধ্বংস করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1894"