মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1759
17581. আয়-ব্যয় প্রাক্কলন শেষে কী নির্ধারণ করা হয়?
- নিট নগদ প্রবাহ
- মোট নগদ প্রবাহ
- লাভের পরিমাণ
- ঝুঁকির পরিমাণ
17582. নিচের কোনটি স্থায়ী খরচ?
- কাঁচামাল ক্রয়
- কর্মচারীদের বেতন
- বিমা খরচ
- মজুরি
17583. প্রতিষ্ঠানের মোট বিক্রয় নির্ণয় করতে হলে পূর্বানুমান করতে হয়-
- প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য
- প্রতি বছর পণ্য বিক্রয়ের পরিমাণ
- প্রতিটি পণ্যের উৎপাদন খরচ
A,B
17584. একাধিক প্রকল্প থেকে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচনের প্রক্রিয়াকে কী বলে?
- যাচাই-বাছাই
- তথ্য সংগ্রহ
- বিনিয়োগ সিদ্ধান্ত
- মূলধন ব্যয় হ্রাস
17585. পে-ব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য?
- যে প্রকল্পের পে-ব্যাক সময় বেশি
- যে প্রকল্পের পে-ব্যবক সময় কম
- যে প্রকল্পের পে-ব্যাক সময় অনেক বেশি
- কোনোটিই নয়
17586. মূলধন বাজেটিংয়ের আওতাধীন-
- স্থয়িী সম্পত্তি প্রতিস্থাপন
- পণ্যের বৈচিত্রায়ন
- ব্যবসায় আধুনিকায়ন
A,B
17587. পে-ব্যাক সময় কাল অীতবহিত হলে প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না কেবল-
- বিক্রয় বাড়বে
- ক্ষতির হাত থেকে রক্ষা পাবে
- সময় বাঁচাবে
- ক্রয়মূল্য কমবে
17588. নিচের কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্ত:প্রবাহ ঘটে?
- ক্রয় থেকে
- বিক্রয় থেকে
- মূলধনী ব্যয় থেকে
- চলতি খরচ থেকে
17589. প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়?
- নগদ প্রবাহ
- নগদ রহি:প্রবাহ
- নগদ আন্ত:প্রবাহ
- ক্রমযোজিত নগদ প্রবাহ
17590. পে-ব্যাক সময় পদ্ধতি হলো একটি-
- মুনাফা পরিকল্পনা পদ্ধতি
- মূলধন বাজেটিং পদ্ধতি
- দীর্ঘমেয়াদি আর্থিক পদ্ধতি
- গড় বিনিয়োগ নির্ণয় পদ্ধতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন - এসএসসি-finance-banking-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1759"