মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1757
17561. কোনো কোম্পানির ২০১১ সালের কর ৩,০০,০০০ টাকা, নিট মুনাফা ৩৫,০০,০০০ টাকা, অবচয় ১০,০০,০০০ টাকা, এবং মোট মুনাফা ৪৫,০০,০০০ টাকা হলে, উক্ত বছরে কোম্পানির নগদ আন্ত:প্রবাহ কত?
- ৩৫০০০০ টাকা
- ৪০০০০০ টাকা
- ৪২০০০ টাকা
17562. ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট গড় মুনাফার হার পরিমাপ করার সূত্র জনপ্রিয় কেন?
- ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা সহজ হয় বলে
- অর্থের সময়মূল্যের ধারণা পাওয়া যায় বলে
- আর্থিক বিবরণী থেকে তথ্যাদি পাওয়া যায় বলে
- গড় মূলধনি ব্যয় নির্ণয় করা য়ায় বলে
17563. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে?
- ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা
- ব্যবসায় প্রত্ষ্ঠিানের সাফল্য
- ব্যবসায় প্রতিষ্ঠানের টিকে থাকা
A,B
17564. প্রকল্প থেকে আগত আন্ত:প্রবাহগুলো যদি সমান হয় তবে বিনিয়োগকৃত টাকা বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
- পে-ব্যাক মুনাফা
- পে-ব্যাক সঞ্চয়
- পে-ব্যাক ক্ষতি
- সবকটি
17565. নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
- বাট্টা হার
- সুদের পরিমাণ
- মুনাফার হার
- বিক্রেতার বেতন
17566. নিচের কোন পদ্ধতিটি প্রকল্প মূল্যায়নে নগদ প্রবাহকে ব্যবহার করে না?
- পে-ব্যাক সময় পদ্ধতি
- নিট বর্তমান মূল্য পদ্ধতি
- গড় মুনাফার হার পদ্ধতি
- অভ্যন্তরীণ আর্ন হার পদ্ধতি
17567. মূলধন বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের-
- মুনাফা বিশ্লেষণ করা হয়
- ঝুঁকি নিরূপণ করা হয়
- ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করা হয়
A,B
17568. বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নে কী প্রয়েপাজন?
- নীতিমালা
- সঠিক ধারণা
- বাজেট প্রণয়ন
- বাজেট প্রয়োগ
17569. একটি প্রকল্পে গড় মুনাফা হার ২৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফা হার ২২%। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহনযোগ্য?
- দ্বিতীয়টি
- প্রথমটি
- উভয়ই
- কোনোটি নয়
17570. চলতি খরচের উদাহরণ হলো-
- আসবাবপত্র ক্রয়
- কর্মচারীর বেতন
- মনিহারি খরচ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন - এসএসসি-finance-banking-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1757"