
……… মুক্তিযুদ্ধ
→ অপারেশনসার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড।
→ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।
→ বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।
→ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- ২৬ মার্চ প্রথম প্রহরে২৫ মার্চ রাত ১২ টার পর।
→ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজীতে।
→ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।
→ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।
→ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।
→ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর।
→ মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলা এবং আম্রকানন
→ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর।
→ মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
→ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
→ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
→ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
→ উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
→ প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ।
→ অর্থমন্ত্রী – এম. মনসুর আলী।
→ স্বরাষ্ট্রমন্ত্রী – এ.এইচ. এম. কামারুজ্জামান।
→ পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ।
→ মুজিব নগর সরকারের শপথবাক্য পাঠ করান – অধ্যাপক ইউসুফ আলী।
→ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – কর্ণেল ( অব.) এম.এ. জি ওসমানী।
→ মুজিব নগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা।
→ মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল – ১২ টি।
→ মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন – বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
→ বাংলাদেশে কয়টি সামরিক জোনে ভাগ করা হয় – ৪ টি ( ১৯৭১ সাল ১০ এপ্রিল)।
→ ৪ সামরিক জোনে ছিলেন – ৪ জন সেক্টর কমান্ডার।
→ ১১ এপ্রিল পুনঃরায় ভাগ করা হয় – ১১ টি সেক্টরে।
→ মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩ টি।
→ কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের।
→ ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল।
→ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ বা জনযুদ্ধ।
→ ভারতে শরার্থী ছিল – ১ কোটি।
→ বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
→ ১১ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৮ সালে।
→ ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন।
আরো পড়ুন: