মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1322
13211. ‘কার্যারম্ভ’ কোম্পানি গঠন প্রক্রিয়ার কততম পর্যায়?
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
13212. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
- ছোট খাবারের দোকান
- মৃৎশিল্পের দোকান
- ব্যাংক ব্যবসায়
A,B
13213. Co-operative- এর বাংলা কী?
- সমিতি
- সমবায়
- ধারণা
- সহযোগী
13214. উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
- একমালিকানা
- অংশীদারি
- যৌথ মূলধনী
- রাষ্ট্রীয় কারবার
13215. অংশীদার হতে হলে প্রযোজ্য-
- সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
- মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যায়
- সাবলক ও সুস্থ ব্যক্তি হতে হবে
B,C
13216. বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির অবস্থা কেমন?
- যথেষ্ট ভালো
- সন্তোষজনক
- যথেষ্ট ভালো নয়
- অধিক ভালো
13217. কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
- রেষ্টুরেন্ট
- পাঁচ তারকা হোটেল
- কয়লা উত্তোলন
- ইস্পাত তৈরি
13218. কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হতে হয়?
- অংশীদারি
- সমবায়
- প্রাইভেট লিমিটেড
- পাবলিক লিমিটেড
13219. দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে?
- সমবায় সমিতি
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- কোম্পানি সংগঠন
13220. বাংলাদেশের সমবায় আন্দোলন গতিশীল করতে প্রয়োজন-
- সরকারি পৃষ্ঠপোষকতা
- উপযুক্ত প্রশিক্ষণ
- ব্যাপক প্রচারণা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1322"