মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1335
এসএসসি-ব্যবসায় উদ্যোগ-মডেল টেস্ট | 13341. ব্যবসায় পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন কোনটি?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- কোম্পানি ব্যবসায়
- সমবায় ব্যবসায়
13342. ১৯৯৪ সালের কোম্পানি আইন দ্বারা কোন দেশের কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
- বাংলাদেশের
- পাকিস্তানের
- ভারতের
- ইংল্যান্ডের
13343. মি. জুয়েল তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন মিলে ২৫ সদস্যবিশিষ্ট একটি ফার্মাসিটিউক্যাল লি. গঠন করলেন। এটি কোন ধরনের কোম্পানি সংগঠন?
- অসীম দায়বিশিষ্ট কোম্পানি
- প্রাইভেট লিমিটেড কোম্পানি
- পাবলিক লিমিটেড কোম্পানি
- সীমিত দায়বিশিষ্ট কোম্পানি
13344. সমবায়ের নীতিমালা হলো-
- গণতন্ত্র
- সততা
- মিতব্যয়িতা
A,C
13345. মি. রয় একটি স্টীল কোম্পানি গঠনের জন্য নিবন্ধনপত্র সংগ্রহ করেছেন। কিন্ত তিনি কোম্পানির কার্যক্রম শুরু করতে পারছেন না। কার্যক্রম করার জন্যে তার কোনটি দরকার?
- স্মারকলিপি
- পরিমেল নিয়মাবলী
- কার্যারম্ভের অনুমতিপত্র
- প্রত্যয়নপত্র
13346. জনাব রহিম কলাপাড়া গ্রামের একজন কৃষক। তিনি অন্যান্য কৃষকদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করলেন। তিনি সমবায়ের কোন ধরনের নীতি পালন করেন?
- সমমনা
- সমপেশা
- অর্থনৈতিক পেশা
- সহমর্মিতা
13347. ‘জীবন বীমা কর্পোরেশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?
- সমাজকল্যাণ
- তথ্য
- বীমা
- অর্থ
13348. শিল্পকারখানার সামনে রেস্টুরেন্ট কোন জাতীয় ব্যবসায়ের উদাহরণ?
- অংশীদারি
- একমালিকানা
- সমবায়
- যৌথমূলধনী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-ব্যবসায় উদ্যোগ-মডেল টেস্ট- 1335"