মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1330
13291. মালিকানার ভিতিতে ব্যবসায় কত প্রকার?
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
- ৬ প্রকার
13292. সংঘ স্মারক বা স্মারকলিপি বলতে বোঝায়-
- কোম্পানির গঠনতন্ত্র
- কোম্পানির বিবরণপত্র
- কোম্পানির কার্যারম্ভের ছাড়পত্র
- কোম্পানির পরিচালনা বিধি
13293. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
- ৪৯ জন
- ৫০ জন
- ৬০ জন
- ৭০ জন
13294. সমবায়ের শাব্দিক অর্থ হল-
- সম্মিলিত কাজ
- সম্মিলিত উদ্যোগ
- সম্মিলিত সাধনা
13295. কোনটি নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য?
- অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
- অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়
- অংশীদারদের ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
A,B,C
13296. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
- জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে
- সরকারি অধ্যাদেশ ব্যতীত জাতয়িকরণের মাধ্যমে
- রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে
A,C
13297. সমবায় সমিতি গঠনে নিবন্ধনের আবেদনপত্রের সাথে জমা দিতে হয়-
- সমিতির সিলমোহরের নমুনা
- উপবিধির তিন কপি
- সমিতির সদস্যদের নাম ঠিকানা
A,B,C
13298. যৌখমূলধনী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র-
- স্মারকলিপি
- চুক্তিপত্র
- পরিমেল নিয়মাবলি
A,C
13299. পৌরসভা এলাকার উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
- ট্রেড লাইসেন্স
- প্রত্যয়পত্র
- প্রশংসাপত্র
- নাগরিক সনদ
13300. “গ্যাস জাতীয় সম্পদ। এর অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন কর”- এটি এক ধরণের-
- জনসচেতনতামূলক প্রচার
- বাণিজ্যিক বিজ্ঞাপন
- একটি মানবিক আবেদন
- একটি গুরুত্বপূর্ণ স্লোগান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1330"