মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1328
13271. স্কুলের সামনে বই খাতার দোকানের ক্ষেত্রে কোনটি বেশি উপযুক্ত?
- একমালিকানা কারবার
- অংশীদারি কারবার
- যৌথমূলধনী কারবার
- রাষ্ট্রীয় কারবার
13272. আমেরিকার কতভাগ ব্যবসায় একমালিকানা ভিত্তিক?
- ৭০ ভাগ
- ৮০ ভাগ
- ৮৫ ভাগ
- ৯০ ভাগ
13273. সমবায় সমিতির জন্য কোনটি বাধ্যতামূলক?
- ট্রেড লাইসেন্স
- কার্যারম্ভের অনুমতিপত্র
- নিবন্ধনপত্র
- জেলা কমিশনারের সিলমোহর
13274. সোহান ও তার বন্ধুদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্যে সমবায় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করল। আবেদনপত্রে কোন এটি অনুলিখিত থাকবে?
- সমিতির সদস্যদের নাম
- সমিতির ধরন/প্রকৃতি
- সমিতির সিলমোহরের নমুনা
- উদ্যোক্তাদের স্বাক্ষর
13275. উপবিধিতে উল্লেখ থাকে-
- সমিতির নাম
- মূলধনের পূর্ণ বিবরণ
- উদ্যোক্তাদের নাম
A,B,C
13276. ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্যে কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- কোম্পানি সংগঠন
- সমবায় সমিতি
13277. ২০০১ সালের সমবায় আইনে যেসব সমবায় সমিতি উল্লেখ আছে সেগুলো হলো-
- প্রাথমিক সমবায় সমিতি
- কেন্দ্রীয় সমবায় সমিতি
- জাতীয় সমবায় সমিতি
A,B,C
13278. সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
- এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
- এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
- কোনো সদস্য মূলধনের এক পঞ্চমাংশের বেশি মালিক হতে পারে না
- এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
13279. কোন ধরণের পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রয়োজন হয়?
- শেয়ারহোল্ডার দ্বারা নিয়োজিত পরিচালক
- সরকার দ্বারা নিয়োজিত পরিচালক
- পরিচালক দ্বারা নিয়োজিত পরিচালক
A,C
13280. মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের কী?
- মূল উদ্দেশ্য
- প্রধান উদ্দেশ্য
- মূল উদ্দেশ্য নয়
- প্রধান উদ্দেশ্য নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1328"