
মার্চ মাসের বেতনের সরকারি আদেশ হয়নি এমপিওভুক্ত শিক্ষকদের
এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের সরকারি আদেশ হয়নি।
আজ সোমবার (২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার বিকেলে দৈনিকশিক্ষাকে এ খবর নিশ্চিত করেছেন।
বেতন ছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বিভাগ থেকে পৃথক আদেশ দেয়ার বিধান রয়েছে। নিয়ামানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে বেতন-ভাতার হিসেব সমেত একটি প্রস্তাবনা পাঠানো হয় মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই শিক্ষা মন্ত্রণালয়াধীন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয় চেক ছাড়ের জন্য। গত সপ্তাহে প্রস্তাব পাঠানো হলেও অদ্যাবধি অনুমোদন পাওয়া যায়নি। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠানোর পরও দশ থেকে ১৫ দিন দেরি করে শিক্ষকদের টাকা দেয় ব্যাংকগুলো। প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।
উল্লেখ্য, সরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মার্চ মাসের বেতন পেয়েছেন।
আরো পড়ুন:
ঘুষের বিনিময়ে অবৈধভাবে এমপিওভুক্ত হচ্ছেন ৯ শিক্ষক
১৮০ জন মাদ্রাসার শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর