মানসিক দক্ষতা ছয়টি কাপ উল্টো করে একই সারিতে রাখা আছে। প্রতিটি কাপের নিচে একটি বল লুকানো। কাপগুলোকে ধারাবাহিকভাবে ১-৬ নম্বর দিয়ে সাজানো। কাপের নিচে রাখা প্রতিটি বলের রং আলাদা এবং সেগুলো হলো ; সবুজ, গোলাপি,কমলা,বেগুনী, লাল ও হলুদ।
.
*বেগুনী বল যে কাপের নিচে তার নম্বর অবশ্যই কমলা বলের কাপের চেয়ে কম হবে।
* লাল ও গোলাপি বলের কাপ দুটো অবশ্যই জোড়াই থাকবে।
* সবুজ বলটি অবশ্যই ৫ নং কাপের নিচে থাকবে।
.
১.নিচের কোন ক্রমটি সঠিক?
ক.সবুজ,হলুদ,গোলাপি, লাল,বেগুনী, কমলা
খ.গোলাপি, সবুজ,বেগুনি, লাল,কমলা,হলুদ
গ.গোলাপি, লাল,বেগুনি,হলুদ,সবুজ,কমলা
ঘ.কমলা,হলুদ,লাল,গোলাপি, সবুজ,বেগুনি
.
২.গোলাপি বলকে যদি ৪ নং কাপের নিচে রাখা হয় তাহলে লাল বল কত নং কাপের নিচে থাকবে?
ক.১
খ.২
গ.৩
ঘ.৫
ঙ.৬
.
৩.বেগুনী বলকে ৪ নং কাপের নিচে যদি রাখা হয়, কমলা বল কত নং কাপের নিচে থাকবে?
ক.১
খ.২
গ.৩
ঘ.৫
ঙ.৬
.
৪.কমলা বল যদি ২ নং কাপের নিচে রাখা হয় তাহলে নিচের কোন রং দূটি জোড়া গঠন করবে?
ক.সবুজ, গোলাপি
খ.সবুজ,বেগুনি
গ.কমলা,হলুদ
ঘ.বেগুনি,লাল
ঙ.লাল,হলুদ
.
উত্তর কমেন্টে পরে জানিয়ে দেয়া হবে
আরও পড়ুনঃ
0 responses on "মানসিক দক্ষতা প্রশ্ন"