মানব-শরীর-সমন্বয় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 557
5561. রড কোষগুলো কী ধরনের প্রোটিন দিয়ে যুক্ত?
- আয়োডপসিন
- গ্লুটানিন
- রোডপসিন
- স্ক্লেরেটিন
5562. দেহতাপ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
- হাইপোথ্যালামাস
- থ্যালামাস
- সেরেব্রাম
- সেরেবেলাম
5563. নিচের কোন স্নায়ুতন্ত্রটি ‘ভাবুক’ হিসেবে কাজ করে?
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
- প্রান্তীয় স্নায়ুতন্ত্র
- ঐচ্ছিক স্নায়ুতন্ত্র
- স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
5564. চোখের পাতার ওপরের অংশে লোমকে কী বলে?
- আইব্রো
- অশ্ব্রুগ্রন্থি
- অক্ষিপক্ষ
- কনজাংটিভা
5565. নিচের কোন রোগটি শিশুর সাথে সম্পর্কিত?
- অ্যাক্রোমেগালি
- ক্রিটিনিজম
- মিক্সোডেমা
- গয়টার
5566. সেরেব্রামের কাজ –
- অনৈচ্ছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করেবাকশক্তি
- স্মৃতিশক্তি
- চিন্তা ও কর্মপ্রেরণা সৃষ্টি করেএটি মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়
B,C
5567. অ্যাবডুসেন্স স্নায়ুগুলো-
- ফুসফুসে বিস্তৃত
- মোটর প্রকৃতির
- অক্ষিগোলকের সঞ্চলনে সক্ষম
B,C
5568. মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
- প্রায় ৮ বিলিয়ন
- প্রায় ১০ বিলিয়ন
- প্রায় ৬ বিলিয়ন
- প্রায় ৫ বিলিয়ন
5569. বহিঃক্ষরা গ্রন্থি হলো –
- পিটুইটারি
- লালাগ্রন্থি
- অগ্ন্যাশয়
B,C
5570. কীসের গঠনকে মেমব্রেনাস ল্যাবিরিস্থ বলে?
- মধ্যকর্ণের
- বহি:কর্ণের
- কর্ণাস্থির
- অন্ত:কর্ণের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-সমন্বয় - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 557"