মানব-শরীর-বর্জ্য – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 543
5421. ADH কি নামে পরিচিত?
- ডাইইউরেসিস
- ভ্যাসোপ্রেসিন
- ইউরেসিস
- অ্যাক্সন
5422. কোনটি বৃক্কের বহি:স্তরে গ্লোমেরুলাসের সন্নিকটে অবস্থিত?
- হেনলির লুপ
- পক্সিমাল প্যাঁচানো নালিকা
- ডিস্টাল প্যাঁচানো নালিকা
- সংগ্রাহক নালিকা
5423. রক্তে প্রাথমিক পরিস্রাবণ সম্পন্ন করে কোনটি?
- ফুসফুস
- নেফ্রন
- প্লীহা
- যকৃত
5424. নেফ্রনের কোন অংশে আল্ট্রাফিলট্রেশন হয়?
- গ্লোমেরুলাস
- হেনলির লুপ
- ডিস্টাল প্যাঁচানো নালিকা
- মূত্র থলি
5425. দেহের পানিসাম্য নিয়ন্ত্রণ করে –
- বৃক্ক
- বৃক্কের নেফ্রনের পুনঃশোষণ প্রক্রিয়া
- যকৃত
A,B
5426. বৃক্কে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কোনটি?
- আল্ট্রাসনোগ্রাফে
- এক্সরে
- আল্ট্রাসনিক লিথওট্রপসি
- ক্লোনোসকপি
5427. বৃক্ক নালিকার ব্যস কত?
- ৪০ মাইক্রন
- ৫০ মাইক্রন
- ৬০ মাইক্রন
- ৭০ মাইক্রন
5428. করিম সাহেব হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তার মূত্র ত্যাগের ক্ষমতা একেকবারেই কমে যায়। তাছাড়া তার খাওয়ার রুচি প্রতিদিন কমে যায়।করিম সাহেবের সমস্যার কারণ কী?
- FSH হরমোন নি:সরণ
- বৃক্কের কার্যক্রম নষ্ট হওয়া
- যকৃতের কার্যক্রম নষ্ট হওয়া
- পানি কম খাওয়া
5429. তার এ সমস্যার জন্য-
- তার মানসিক অস্থিরতা দেখা দিতে পারে
- তার মাথা ব্যথা হতে পারে
- তাকে কোনো ব্যথানাশক ওষুধ দেয়া যাবে না
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-বর্জ্য - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 543"