মানব-শরীর-বর্জ্য – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 542
5411. দেহ গঠন ও বৃদ্ধির কাজে কী ব্যবহৃত হয়?
- কার্বনিক এসিড
- সালফিউরিক এসিড
- অ্যামিনো এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
5412. বৃক্ক দেহের-
- মাস্টার কেমিস্ট হিসেবে কাজ করে
- পানিসাম্যতা রক্ষায় অক্ষম
- ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে
A,C
5413. মূত্রের নিয়ন্ত্রণে ADH নামক মস্তিষ্কের এক হরমোন-
- ভ্যাসোপ্রেসিন নামে পরিচিত
- রক্তে উচ্চমাত্রায় থাকলে মূত্র ঘন হয়
- সম্মুখ পিটুইটারি থেকে রক্ষিত হয়
A,B
5414. রক্তে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে কোনটির মাত্রা বাড়ে?
- ম্যাগনেসিয়ামের
- সালফারের
- ফসফেটের
- ক্যালসিয়ামের
5415. নেফ্রনের বন্ধ ও স্ফীত অংশ বোম্যান্স ক্যাপসুল। এটি-
- U আকৃতি বিশিষ্ট
- দু’স্তর বিশিষ্ট
- গ্লোমেরুলাসযুক্ত
B,C
5416. কোন রোগের কারণে মূত্রে বিলিরুবিন নির্গত হয়?
- নিউমোনিয়া
- পান্ডুরোগ
- কলেরা
- জলাতঙ্ক
5417. বৃক্ক কোন হরমোন নিঃসরণ করে?
- এরিথ্রোপোয়োটিন
- অক্সিন
- জিব্রেলিন
- সাইটোকাইনিন
5418. গ্লোমেরুলাস ঘিরে অবস্থিত পেয়ালার মত অংশকে কি বলে?
- মেডুলা
- বোমান্যাস ক্যাপসুল
- বৃক্কীয় নালিকা
- হেনলির লুপ
5419. ইউরিয়া তৈরি করে কোনটি?
- ক্রেবস চক্র
- নাইট্রোজেন চক্র
- অরনিথিন চক্র
- কোনোটাই নয়
5420. কোথায় পোডোসাইট কোষ পাওয়া যায়?
- বোম্যান্স ক্যাপসুল
- হেনলির লুপ
- ডিস্টাল প্যাঁচানো নালিকা
- প্রক্সিমাল প্যাঁচানো নালিকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-বর্জ্য - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 542"