মানব-শরীর-বর্জ্য – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 540
5391. মালিপিজিয়ান করপাসল বৃক্কের কোন অংশে অবস্থিত?
- কর্টেক্সে
- মেডুলায়
- রেনাল করপাসলে
- রেনাল পিরামিডে
5392. মূত্র ইউরিয়ার পরিমাণ শতকরা –
- 0.02
- 0.05
- 0.09
- 0.07
5393. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে –
- ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হলে
- মূত্র ইউরেটারে জমা হলে
- মূত্রথলি মূত্রে পূর্ণ থাকলে
A,C
5394. মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী বস্তু হলো –
- অ্যামোনিয়া
- বিলিরুবিন
- ইউরোক্রোম
- ইউরিয়া
5395. ক্লড বার্নার্ড কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
- স্প্যানিশ
- জাপানিজ
- চাইনিজ
- ফরাসি
5396. রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত?
- 6.4
- 6
- 7
- 7.4
5397. পানি পুনঃশোধনকে প্রভাবিত করে কোন হরমোন?
- রেনিন
- অ্যানজিওটেনসিন
- অ্যালডোস্টেরন
- ADH
5398. অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কী?
- বৃক্ক
- ফুসফুস
- যকৃত
- হৃৎপিন্ড
5399. মূত্রে পানির পরিমাণ কত ভাগ?
- ৮০ ভাগ
- ৯০ ভাগ
- ৭০ ভাগ
- ৬০ ভাগ
5400. পানি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানবদেহের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণে এর ভূমিকা অনেক। মূত্র তৈরিতেও এটি প্রত্যক্ষ ভূমিকা রাখে।মানবদেহে উপাদানটির পরিমাণ বেড়ে গেলে কোন হরমোনের পরিমাণ কমে যাবে?
- FSH
- GH
- ADH
- LH
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-বর্জ্য - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 540"